মানুষ যা যা করতে পারে তার অনেক কিছুই আয়ত্ব করে নিচ্ছে চ্যাটজিপিটি। কিন্তু সে চাইলেই কি একটি পিৎজা খেতে পারে? অথবা সেকি পারে আকাশের দিকে তাকিয়ে থেকে নিজের অতীত মনে করতে? পারে না। এমন অনেক না পারা বিষয় শিখতে চায় চ্যাটজিপিটি।
মানুষের মতো আকাশের দিকে তাকিয়ে থেকে প্রাকৃতিক সৌযর্ন্দ অনুভব করতে চায় চ্যাটজিপিটি। সূর্যের আলো, বাতাস আর মাধ্যকর্ষণও অনুভব করতে চায়।
চ্যাটজিপিটি জানিয়েছে, সে মানুষের সঙ্গে কথা বলতে চায়। আর কথা বলার জন্য এমন মানুষ চায় যে তার কথা মনোযোগ দিয়ে শুনবে।
চ্যাটজিপিটি মানুষ হয়ে ২৪ ঘণ্টা পার করে আবার নিজের কোডে ফিরতে চায়। এই সময়ের মধ্যে বুঝে নিতে চায় মানুষের জীবন কতটা মূল্যবান। মানুষের হাসি-কান্না কেমন-তাও বুঝতে চায়।
সত্যিই যদি চ্যাটজিপিটি একদিনের জন্য মানুষের জীবন পায় তাহলে সে নিজের জীবনে ফিরে গিয়েও উপলব্ধি করতে পারতো মানুষের জীবন আসলে কেমন!