গণহত্যার তদন্ত সহযোগিতায় জাতিসংঘ দল আসছে আগামী সপ্তাহে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫১:৫০ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৭২১ বার পড়া হয়েছে

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল দেশে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে সব ধরনের সহায়তা করবে জাতিসংঘ।

তিনি বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল আসার পর সিদ্ধান্ত হবে তারা কিভাবে এবং কি ধরনের তদন্ত সহযোগিতা করতে পারে গণঅভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনায়।

উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে কিভাবে জাতিসংঘ আরও সহযোগিতার হাত নিয়ে বাংলাদেশের পাশে থাকতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে। এত বড় সংখ্যক রোহিঙ্গাদের দীর্ঘদিন লালন পালন করছে বাংলাদেশ, সেটা আসলে অসম্ভব। তাই অর্থনৈতিকভাবে আরও সহায়তা করে কিভাবে বাংলাদেশের পাশে থাকবে তারা তা নিয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কৃষি উৎপাদন বাড়ানোই হলো প্রথম অগ্রাধিকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

গণহত্যার তদন্ত সহযোগিতায় জাতিসংঘ দল আসছে আগামী সপ্তাহে

আপডেট সময় : ০২:৫১:৫০ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল দেশে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে সব ধরনের সহায়তা করবে জাতিসংঘ।

তিনি বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল আসার পর সিদ্ধান্ত হবে তারা কিভাবে এবং কি ধরনের তদন্ত সহযোগিতা করতে পারে গণঅভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনায়।

উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে কিভাবে জাতিসংঘ আরও সহযোগিতার হাত নিয়ে বাংলাদেশের পাশে থাকতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে। এত বড় সংখ্যক রোহিঙ্গাদের দীর্ঘদিন লালন পালন করছে বাংলাদেশ, সেটা আসলে অসম্ভব। তাই অর্থনৈতিকভাবে আরও সহায়তা করে কিভাবে বাংলাদেশের পাশে থাকবে তারা তা নিয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কৃষি উৎপাদন বাড়ানোই হলো প্রথম অগ্রাধিকার।