শিরোনাম :
Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার Logo আবারও রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের Logo জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ Logo ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ Logo দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে পাস্তা রান্নায় ৫ ভুল এড়িয়ে চলুন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৫:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ৭৩০ বার পড়া হয়েছে

পাস্তা অনেকের পছন্দ। তবে কেউ কেউ আবার রাঁধতে পারেন না। রেস্টুরেন্টের মতো পাস্তা বানাতে হলে মেনে চলতে হবে কিছু উপায়। জেনে নিন, বাড়িতে বানানো পাস্তার রেসিপিতে যে ৫ বিষয় মাথায় রাখবেন।

১) পাস্তা সেদ্ধ করার সময় তেল ব্যবহার করবেন না। একটি পাস্তার গায়ে যাতে অন্য পাস্তা লেগে না যায়, তাই অনেকেই পাস্তা সেদ্ধ করার সময়, কেউ আবার পানি ঝরানোর পর তেল ব্যবহার করেন। তবে এই কাজ করলে পাস্তার গায়ে ঠিকমতো সস্ ধরে না, তাই স্বাদও ভাল হয় না।

২) পাস্তা সেদ্ধ করার সময় পানির অভাব হলে ভাল করে সেদ্ধ হবে না। হিসাব মতো ২৫০ গ্রাম পাস্তা সেদ্ধ করতে প্রায় ৩ লিটার পানি ব্যবহার করতে হয়। তাই একটি বড় পাত্রে ভরতি করে পানি নিয়ে তার মধ্যেই পাস্তা সেদ্ধ করুন। পানি কম হলে কিন্তু পাস্তা ভালভাবে সেদ্ধ হবে না, একটির গায়ে অন্যটি লেগে থাকবে।

৩) পাস্তা সেদ্ধ করার সময় পানিতে ভাল মাত্রায় লবণ না দিলে চলবে না। তিন লিটার পানিতে প্রায় ১ টেবিল চামচ লবণ দিতে হবে। পাস্তা পানিতে দেওয়ার আগে পানি খুব ভাল করে ফুটিয়ে নিন, এবার ফুটন্ত পানিতে পাস্তা আর লবণ দিয়ে খুব ভাল করে নাড়াচা়ড়া করতে হবে।

৪) পাস্তা আগে থেকে সেদ্ধ করে রাখবেন না, রান্নার ঠিক আগেই পাস্তা সেদ্ধ করুন, তা হলেই স্বাদ ভাল হবে। পাস্তা সেদ্ধ করে ফ্রিজে রাখলে তা শক্ত হয়ে যায়, রান্নার পর তেমন স্বাদ আসে না।

৫) পাস্তা সেদ্ধ করে সেই পানি ফেলে না দিয়ে আলাদা পাত্রে রেখে দিন। এই পানি পরে পাস্তা রান্না করার সময় দিলে পাস্তার স্বাদ বাড়বে।

ট্যাগস :

কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে পাস্তা রান্নায় ৫ ভুল এড়িয়ে চলুন

আপডেট সময় : ০২:৫৫:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪

পাস্তা অনেকের পছন্দ। তবে কেউ কেউ আবার রাঁধতে পারেন না। রেস্টুরেন্টের মতো পাস্তা বানাতে হলে মেনে চলতে হবে কিছু উপায়। জেনে নিন, বাড়িতে বানানো পাস্তার রেসিপিতে যে ৫ বিষয় মাথায় রাখবেন।

১) পাস্তা সেদ্ধ করার সময় তেল ব্যবহার করবেন না। একটি পাস্তার গায়ে যাতে অন্য পাস্তা লেগে না যায়, তাই অনেকেই পাস্তা সেদ্ধ করার সময়, কেউ আবার পানি ঝরানোর পর তেল ব্যবহার করেন। তবে এই কাজ করলে পাস্তার গায়ে ঠিকমতো সস্ ধরে না, তাই স্বাদও ভাল হয় না।

২) পাস্তা সেদ্ধ করার সময় পানির অভাব হলে ভাল করে সেদ্ধ হবে না। হিসাব মতো ২৫০ গ্রাম পাস্তা সেদ্ধ করতে প্রায় ৩ লিটার পানি ব্যবহার করতে হয়। তাই একটি বড় পাত্রে ভরতি করে পানি নিয়ে তার মধ্যেই পাস্তা সেদ্ধ করুন। পানি কম হলে কিন্তু পাস্তা ভালভাবে সেদ্ধ হবে না, একটির গায়ে অন্যটি লেগে থাকবে।

৩) পাস্তা সেদ্ধ করার সময় পানিতে ভাল মাত্রায় লবণ না দিলে চলবে না। তিন লিটার পানিতে প্রায় ১ টেবিল চামচ লবণ দিতে হবে। পাস্তা পানিতে দেওয়ার আগে পানি খুব ভাল করে ফুটিয়ে নিন, এবার ফুটন্ত পানিতে পাস্তা আর লবণ দিয়ে খুব ভাল করে নাড়াচা়ড়া করতে হবে।

৪) পাস্তা আগে থেকে সেদ্ধ করে রাখবেন না, রান্নার ঠিক আগেই পাস্তা সেদ্ধ করুন, তা হলেই স্বাদ ভাল হবে। পাস্তা সেদ্ধ করে ফ্রিজে রাখলে তা শক্ত হয়ে যায়, রান্নার পর তেমন স্বাদ আসে না।

৫) পাস্তা সেদ্ধ করে সেই পানি ফেলে না দিয়ে আলাদা পাত্রে রেখে দিন। এই পানি পরে পাস্তা রান্না করার সময় দিলে পাস্তার স্বাদ বাড়বে।