শিরোনাম :
Logo কয়রায় বিএনপির সম্প্রীতি সমাবেশ Logo প্রধান উপদেষ্টা ও কোসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত Logo ইসরায়েল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প Logo শহীদ আবু সাঈদের আত্মত্যাগই ফ্যাসিবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল: শফিকুর রহমান Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে সাইদ হোসেন অপু চৌধুরীর মনোনয়নপত্র জমা Logo চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত Logo ইবিতে জুলাই-৩৬ পরেও আবার কোটা বাতিলের দাবিতে মানববন্ধন Logo ২৫ জুন শুরু হচ্ছে রাবির কলা অনুষদের ৩য় আন্তর্জাতিক সম্মেলন Logo অস্ত্র উদ্ধার অভিযানের ডিবি টিমকে চাঁদপুর জেলা পুলিশের পুরস্কার প্রদান Logo কচুয়ায় মিলন হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড, একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় বিভিন্ন কোচিং সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আকস্মিক অভিযান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৭:০০ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার চালু রাখায় চুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি কোচিং সেন্টার বন্ধ ও সতর্ক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার পর চুয়াডাঙ্গা শহরের কাঠপট্টি, কলেজ রোডসহ বিভিন্ন এলাকার কোচিং সেন্টারে আকস্মিক অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ।

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চুয়াডাঙ্গা শহরের কিছু কোচিং সেন্টার চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ শহরের সিনেমা হলপাড়া, কলেজ পাড়া, কলেজ রোড, মুক্তিপাড়াসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালান। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি কোচিং সেন্টার চালু পাওয়া যায়। তিনি কোচিং সেন্টার পরিচালকদের কোচিং বন্ধ করার নির্দেশনা দিয়ে সতর্ক করেন। এবং নিজে কোচিং সেন্টারগুলো বন্ধ করে আসেন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকটি কোচিং সেন্টার খোলা ছিল। সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে। আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর আছি। প্রশাসন নিয়মিত মনিটরিং করবে। পরবর্তীতে কোচিং সেন্টার চালু রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘অবাধে চুয়াডাঙ্গা শহরের কিছু কোচিং সেন্টার চলছিল, এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছিল অভিযান চালানোর। তিনি অভিযান চালিয়ে কোচিং সেন্টারগুলো বন্ধ করেছেন। প্রশাসন সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর। পরবর্তীতে নির্দেশনা না মানলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় বিএনপির সম্প্রীতি সমাবেশ

চুয়াডাঙ্গায় বিভিন্ন কোচিং সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আকস্মিক অভিযান

আপডেট সময় : ০৮:১৭:০০ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার চালু রাখায় চুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি কোচিং সেন্টার বন্ধ ও সতর্ক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার পর চুয়াডাঙ্গা শহরের কাঠপট্টি, কলেজ রোডসহ বিভিন্ন এলাকার কোচিং সেন্টারে আকস্মিক অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ।

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চুয়াডাঙ্গা শহরের কিছু কোচিং সেন্টার চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ শহরের সিনেমা হলপাড়া, কলেজ পাড়া, কলেজ রোড, মুক্তিপাড়াসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালান। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি কোচিং সেন্টার চালু পাওয়া যায়। তিনি কোচিং সেন্টার পরিচালকদের কোচিং বন্ধ করার নির্দেশনা দিয়ে সতর্ক করেন। এবং নিজে কোচিং সেন্টারগুলো বন্ধ করে আসেন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকটি কোচিং সেন্টার খোলা ছিল। সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে। আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর আছি। প্রশাসন নিয়মিত মনিটরিং করবে। পরবর্তীতে কোচিং সেন্টার চালু রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘অবাধে চুয়াডাঙ্গা শহরের কিছু কোচিং সেন্টার চলছিল, এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছিল অভিযান চালানোর। তিনি অভিযান চালিয়ে কোচিং সেন্টারগুলো বন্ধ করেছেন। প্রশাসন সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর। পরবর্তীতে নির্দেশনা না মানলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।