গাবতলীতে ধর্মঘট বিরোধী অভিযানে পুলিশ, সংঘর্ষ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৬:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সরিয়ে দিতে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পরিবহন শ্রমিকেরা রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানগুলো মাঝখানে এনে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতে শুরু করে। এরপরই অভিযানে নামে পুলিশ। এসময় কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের প্রায় সরিয়ে দিতে টেকনিক্যাল মোড় থেকে আমিনবাজার পর্যন্ত এলাকায় অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। পুলিশের এক কর্মকর্তা জানান, বর্তমান পরিস্থিতি তাদের (পুলিশ) অনুকূলে আছে। কেউ পরিবহন চালাতে বাধা দিলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাবতলীতে ধর্মঘট বিরোধী অভিযানে পুলিশ, সংঘর্ষ !

আপডেট সময় : ১০:৪৬:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সরিয়ে দিতে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পরিবহন শ্রমিকেরা রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানগুলো মাঝখানে এনে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতে শুরু করে। এরপরই অভিযানে নামে পুলিশ। এসময় কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের প্রায় সরিয়ে দিতে টেকনিক্যাল মোড় থেকে আমিনবাজার পর্যন্ত এলাকায় অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। পুলিশের এক কর্মকর্তা জানান, বর্তমান পরিস্থিতি তাদের (পুলিশ) অনুকূলে আছে। কেউ পরিবহন চালাতে বাধা দিলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।