ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড, লাখ টাকা জরিমানা

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
  • ৮০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা করে নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি দুপুরে শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামে শিপন মন্ডল প্রতিবেশী ৪ বছরের শিশুকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে নির্যাতনের কথা বলার পর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওইদিনই শিশুটির দাদা বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত অভিযুক্ত শিপন মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেয়। একই সাথে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড, লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা করে নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি দুপুরে শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামে শিপন মন্ডল প্রতিবেশী ৪ বছরের শিশুকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে নির্যাতনের কথা বলার পর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওইদিনই শিশুটির দাদা বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত অভিযুক্ত শিপন মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেয়। একই সাথে ১ লাখ টাকা জরিমানা করা হয়।