মাদারীপুরের কালকিনিতে আব্দুল জলিল শিকদার (৭৫) নামে এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের একটি পাট খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল জলিল উপজেলার মাঝেরকান্দি গ্রামের আহম্মাদ শিকদারের ছেলে। তিনি এলজিইডি অফিস সহকারী পদে চাকরি করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা এলজিইডি অফিসের সাবেক সহকারী আব্দুল জলিল শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। শনিবার সকালে স্থানীয় কৃষকরা পাট খেতে কাজ করতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শিরাজুল ইসলাম বলেন, ‘আব্দুল জলিলের লাশ পাট খেত থেকে উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা আমার জানা নেই।’
কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’