নিউজ ডেস্ক:
করোনার থাবা থেকে রেহাই পেল না ফুটবল ক্লাব বার্সেলোনাও। স্পেনের এই দলেও আঘাত হেনেছে করোনাভাইরাস। ২০২০-২১ মৌসুমের জন্য প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেয়া এক ফুটবলার কোভিড-১৯ পজেটিভ বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
বুধবার বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, প্রাক-মৌসুম দলের ৯ জন ফুটবলারের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। অবশ্য খেলোয়াড়টির নাম জানানো হয়নি। তবে সেই ফুটবলারের শরীরে কোনো উপসর্গ নেই এবং তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
দলের সিনিয়র দলের সঙ্গে করোনায় আক্রান্ত ফুটবলারের কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছে বার্সেলোনা। আগামীকাল (বৃহস্পতিবার) চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্ব খেলতে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে কিকে সেতিয়েনের দল রওনা দেবে। পরদিন সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা।