শিরোনাম :
Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি

এই প্রথম হাতে বসা‌নো হলো কৃত্রিম যৌনাঙ্গ !

  • আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রক্তে সংক্রমণের জেরে যৌনাঙ্গ হারান এক যুবক। বর্তমানে তিনিই বিশ্বে প্রথম মানুষ যার যৌনাঙ্গ নতুন করে গঠন করে দেয়া হয়েছে। চার বছর ধরে চলছে এই প্রক্রিয়া। তবে নানা কারণে এখনো তা সম্পূর্ণ হয়নি।

নিউইয়র্ক পোস্টর প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তির নাম ম্যালকম ম্যাকডোনাল্ড। পেশায় মেকানিক ম্যাকডোনাল্ড ইংল্যান্ডের বাসিন্দা। ২০১৪ সালে তার পেরিনিয়ামে একটি সংক্রমণ হয়। তারপর দেখা দেয় সেপসিস। তার হাত পায়ের আঙুল, যৌনাঙ্গ কালো হয়ে যায়। এক সময় এই সংক্রমণ এমন ভয়াবহ চেহারা নেয় যে তার যৌনাঙ্গ কেটে বাদ দিতে হয়।

অবসাদে নেশা করতে শুরু করেন ম্যালকম, লোকজনের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেন। তিনি বলেছেন, ২ বছর ধরে তার পিছন পিছন ঘুরতে থাকে এক পুরুষের ছায়া।

এই সময় লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের অধ্যাপক ডেভিড র‍্যালফ ম্যালকমকে এক যৌনাঙ্গ বিশেষজ্ঞের সন্ধান দেন। যৌনাঙ্গ ছাড়া জন্মানো এক ব্যক্তির বায়োনিক পেনিস তৈরি করে দিয়েছিলেন তিনি। র‍্যালফই তাকে জানান, তার বাহুতে একটি যৌনাঙ্গ তৈরি করে দেয়া যেতে পারে। এ জন্য সময় লাগতে পারে দুই বছর। তখনই রাজি হয়ে যান  ম্যালকম এবং ঠিক করেন, সার্জারি করিয়ে যৌনাঙ্গ গঠন করে নেবেন তিনি।

এ জন্য ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস তাকে ৫০,০০০ পাউন্ড অর্থসাহায্য দেয়। কিন্তু করোনা লকডাউনের জেরে সার্জারির দিন অনিশ্চিত হয়ে যায়। কিন্তু অবশেষে হয়েছে সার্জারি, ম্যালকম জানিয়েছেন, সমস্ত বড়দিনের আনন্দ এক সঙ্গে পেয়েছেন তিনি। প্রথমবার নিজের বাহুতে যৌনাঙ্গ দেখে ভীষণ গর্বিত হন ম্যালকম।

এত কষ্টে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যে শেষে তার একটুও অদ্ভুত লাগেনি, শরীরের অংশ হয়ে গিয়েছে। সার্জনরা ম্যালকমের রক্তনালী ও স্নায়ুর অংশ নিয়ে তার যৌনাঙ্গ গঠন করে দেন। ত্বক নেয়া হয় ডান হাত থেকে। তৈরি করা হয় মূত্রনালী, হ্যান্ড পাম্পের সঙ্গে বসানো হয় দুটি টিউবও।

চার বছর আগে এই প্রক্রিয়া শুরু হলেও নানা কারণে এখনো পুরোপুরি শেষ হয়নি। কখনো ম্যালকম অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন, কখনো ডেটের সমস্যা হয়েছে। আর এখন তো করোনা অতিমারী।

ম্যালকমের আশা, এ বছরের শেষেই বাহুর ওই যৌনাঙ্গ শরীরের নির্দিষ্ট জায়গায় বসানো যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী

এই প্রথম হাতে বসা‌নো হলো কৃত্রিম যৌনাঙ্গ !

আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক:

রক্তে সংক্রমণের জেরে যৌনাঙ্গ হারান এক যুবক। বর্তমানে তিনিই বিশ্বে প্রথম মানুষ যার যৌনাঙ্গ নতুন করে গঠন করে দেয়া হয়েছে। চার বছর ধরে চলছে এই প্রক্রিয়া। তবে নানা কারণে এখনো তা সম্পূর্ণ হয়নি।

নিউইয়র্ক পোস্টর প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তির নাম ম্যালকম ম্যাকডোনাল্ড। পেশায় মেকানিক ম্যাকডোনাল্ড ইংল্যান্ডের বাসিন্দা। ২০১৪ সালে তার পেরিনিয়ামে একটি সংক্রমণ হয়। তারপর দেখা দেয় সেপসিস। তার হাত পায়ের আঙুল, যৌনাঙ্গ কালো হয়ে যায়। এক সময় এই সংক্রমণ এমন ভয়াবহ চেহারা নেয় যে তার যৌনাঙ্গ কেটে বাদ দিতে হয়।

অবসাদে নেশা করতে শুরু করেন ম্যালকম, লোকজনের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেন। তিনি বলেছেন, ২ বছর ধরে তার পিছন পিছন ঘুরতে থাকে এক পুরুষের ছায়া।

এই সময় লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের অধ্যাপক ডেভিড র‍্যালফ ম্যালকমকে এক যৌনাঙ্গ বিশেষজ্ঞের সন্ধান দেন। যৌনাঙ্গ ছাড়া জন্মানো এক ব্যক্তির বায়োনিক পেনিস তৈরি করে দিয়েছিলেন তিনি। র‍্যালফই তাকে জানান, তার বাহুতে একটি যৌনাঙ্গ তৈরি করে দেয়া যেতে পারে। এ জন্য সময় লাগতে পারে দুই বছর। তখনই রাজি হয়ে যান  ম্যালকম এবং ঠিক করেন, সার্জারি করিয়ে যৌনাঙ্গ গঠন করে নেবেন তিনি।

এ জন্য ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস তাকে ৫০,০০০ পাউন্ড অর্থসাহায্য দেয়। কিন্তু করোনা লকডাউনের জেরে সার্জারির দিন অনিশ্চিত হয়ে যায়। কিন্তু অবশেষে হয়েছে সার্জারি, ম্যালকম জানিয়েছেন, সমস্ত বড়দিনের আনন্দ এক সঙ্গে পেয়েছেন তিনি। প্রথমবার নিজের বাহুতে যৌনাঙ্গ দেখে ভীষণ গর্বিত হন ম্যালকম।

এত কষ্টে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যে শেষে তার একটুও অদ্ভুত লাগেনি, শরীরের অংশ হয়ে গিয়েছে। সার্জনরা ম্যালকমের রক্তনালী ও স্নায়ুর অংশ নিয়ে তার যৌনাঙ্গ গঠন করে দেন। ত্বক নেয়া হয় ডান হাত থেকে। তৈরি করা হয় মূত্রনালী, হ্যান্ড পাম্পের সঙ্গে বসানো হয় দুটি টিউবও।

চার বছর আগে এই প্রক্রিয়া শুরু হলেও নানা কারণে এখনো পুরোপুরি শেষ হয়নি। কখনো ম্যালকম অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন, কখনো ডেটের সমস্যা হয়েছে। আর এখন তো করোনা অতিমারী।

ম্যালকমের আশা, এ বছরের শেষেই বাহুর ওই যৌনাঙ্গ শরীরের নির্দিষ্ট জায়গায় বসানো যাবে।