শিরোনাম :
Logo শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান Logo পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ৬ বছরের শিশু জিদান Logo কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে নোবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ। Logo ড. ইউনূসের নামে দুদকের মামলা বাতিল Logo কৃষিবিদদের বৈষম্য নিরসনে ৫ দফা দাবি প্রদান রাবি শিক্ষার্থীদের Logo বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি Logo শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা Logo জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের Logo জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের Logo ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা, জানা গেল কোন স্তরে কমছে কত

উৎসব নেই, সিনেমা আছে

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২০
  • ৭৫৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ঘোষণা করেছে এবারের নির্বাচিত ছবির নাম। এ আসরে ২ হাজার ৬৭টি ছবি থেকে নির্বাচিত হয় ৫৬টি ছবি। এর মধ্যে ১৫টি ছবি নির্মাতার প্রথম নির্মাণ, ১৬টি ছবির নির্মাতা নারী।

এবার কানে ওয়েস অ্যান্ডারসন, ফ্রাঁসোয়া ওজোঁ, নাওমি কাওয়াসে, পেট ডক্টর ও ফ্রান্সিস লিদের নাম আছে। আছেন টিমোথি চ্যালামেট, সার্সে রোনান, ভিগো মর্টেনসেন, টিল্ডা সুইনটন, কেট উইন্সলেটের মতো তারকা। আছে স্টুডিও গিবলির অ্যানিমেশন ছবি বিখ্যাত পরিচালক হায়াও মিয়াজাকির ছেলে গোরো মিয়াজাকির ইয়ারউইগ অ্যান্ড দ্য উইচ এবং জনপ্রিয় জম্বি সিনেমা ট্রেন টু বুসান–এর সিকুয়েল পেনিনসুলা।

তালিকায় প্রথম দিকে আছে ওয়েস অ্যান্ডারসনের দ্য ফ্রেঞ্চ ডিসপাচ, ফ্রাঁসোয়া ওজোঁর ইটি ৮৫, নাওমি কাওয়াসের ট্রু মাদারস, স্টিভ ম্যাককুইনের লাভারস রক ও ম্যানগ্রোভ, টমাস ভিন্টারবার্গের অ্যানাদার রাউন্ড, মাইওয়েনের এডিএন (ডিএনএ), জনাথন নসিটারের লাস্ট ওয়ার্ডস, ইম সাং-সুর হ্যাভেন টু দ্য ল্যান্ড অব হ্যাপিনেস, ফার্নান্দো ত্রুয়েবার ফরগটেন উই উইল বি, ইয়ন সং-ওর পেনিনসুলা, শারুনাস বার্তাসের ইন দ্য ডাস্ক, লুকা বেলভ্যুর হোম ফ্রন্ট ও কোজি ফুকাদার দ্য রিয়েল থিং।

তালিকায় প্রথম দিকে আছে ওয়েস অ্যান্ডারসনের দ্য ফ্রেঞ্চ ডিসপাচ, ফ্রাঁসোয়া ওজোঁর ইটি ৮৫, নাওমি কাওয়াসের ট্রু মাদারস, স্টিভ ম্যাককুইনের লাভারস রক ও ম্যানগ্রোভ, টমাস ভিন্টারবার্গের অ্যানাদার রাউন্ড, মাইওয়েনের এডিএন (ডিএনএ), জনাথন নসিটারের লাস্ট ওয়ার্ডস, ইম সাং-সুর হ্যাভেন টু দ্য ল্যান্ড অব হ্যাপিনেস, ফার্নান্দো ত্রুয়েবার ফরগটেন উই উইল বি, ইয়ন সং-ওর পেনিনসুলা, শারুনাস বার্তাসের ইন দ্য ডাস্ক, লুকা বেলভ্যুর হোম ফ্রন্ট ও কোজি ফুকাদার দ্য রিয়েল থিং।

উৎসবের লোগো সেঁটে যাওয়ায় এই ছবিগুলো ডাক পাবে লোকার্নো, টরন্টো, স্যান সেবাস্তিয়ান, বুসান, নিউইয়র্ক, রোম, টোকিও, স্যানডান্সসহ নামকরা উৎসবগুলোতে। এ ছাড়া চুক্তি হয়েছে কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় সুযোগ পাওয়া ছবিগুলো স্যান সেবাস্তিয়ানেও সুযোগ পেতে পারে প্রতিযোগিতার জন্য। ভেনিস চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রেও একই ব্যাপার বলা যায়।

গত বুধবার সংবাদ সম্মেলনে ৭৩তম আসরের নির্বাচিত ছবির নাম ঘোষণা করা হয়। যেহেতু কান চলচ্চিত্র উৎসব হচ্ছে না। তাই সিনেমা হলে মুক্তির বেলায় কিংবা বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার সময় নির্বাচিত ছবিগুলোর পোস্টারে ব্যবহার করতে পারবে কান উৎসবের এই লোগো। এবার বিভাগের আওতায় করা হয়নি ছবির নির্বাচন। কেবল বিষয়ভিত্তিক তালিকা করে ঘোষণা করা হয়েছে ছবির নাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান

উৎসব নেই, সিনেমা আছে

আপডেট সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২০

বিনোদন ডেস্ক:

কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ঘোষণা করেছে এবারের নির্বাচিত ছবির নাম। এ আসরে ২ হাজার ৬৭টি ছবি থেকে নির্বাচিত হয় ৫৬টি ছবি। এর মধ্যে ১৫টি ছবি নির্মাতার প্রথম নির্মাণ, ১৬টি ছবির নির্মাতা নারী।

এবার কানে ওয়েস অ্যান্ডারসন, ফ্রাঁসোয়া ওজোঁ, নাওমি কাওয়াসে, পেট ডক্টর ও ফ্রান্সিস লিদের নাম আছে। আছেন টিমোথি চ্যালামেট, সার্সে রোনান, ভিগো মর্টেনসেন, টিল্ডা সুইনটন, কেট উইন্সলেটের মতো তারকা। আছে স্টুডিও গিবলির অ্যানিমেশন ছবি বিখ্যাত পরিচালক হায়াও মিয়াজাকির ছেলে গোরো মিয়াজাকির ইয়ারউইগ অ্যান্ড দ্য উইচ এবং জনপ্রিয় জম্বি সিনেমা ট্রেন টু বুসান–এর সিকুয়েল পেনিনসুলা।

তালিকায় প্রথম দিকে আছে ওয়েস অ্যান্ডারসনের দ্য ফ্রেঞ্চ ডিসপাচ, ফ্রাঁসোয়া ওজোঁর ইটি ৮৫, নাওমি কাওয়াসের ট্রু মাদারস, স্টিভ ম্যাককুইনের লাভারস রক ও ম্যানগ্রোভ, টমাস ভিন্টারবার্গের অ্যানাদার রাউন্ড, মাইওয়েনের এডিএন (ডিএনএ), জনাথন নসিটারের লাস্ট ওয়ার্ডস, ইম সাং-সুর হ্যাভেন টু দ্য ল্যান্ড অব হ্যাপিনেস, ফার্নান্দো ত্রুয়েবার ফরগটেন উই উইল বি, ইয়ন সং-ওর পেনিনসুলা, শারুনাস বার্তাসের ইন দ্য ডাস্ক, লুকা বেলভ্যুর হোম ফ্রন্ট ও কোজি ফুকাদার দ্য রিয়েল থিং।

তালিকায় প্রথম দিকে আছে ওয়েস অ্যান্ডারসনের দ্য ফ্রেঞ্চ ডিসপাচ, ফ্রাঁসোয়া ওজোঁর ইটি ৮৫, নাওমি কাওয়াসের ট্রু মাদারস, স্টিভ ম্যাককুইনের লাভারস রক ও ম্যানগ্রোভ, টমাস ভিন্টারবার্গের অ্যানাদার রাউন্ড, মাইওয়েনের এডিএন (ডিএনএ), জনাথন নসিটারের লাস্ট ওয়ার্ডস, ইম সাং-সুর হ্যাভেন টু দ্য ল্যান্ড অব হ্যাপিনেস, ফার্নান্দো ত্রুয়েবার ফরগটেন উই উইল বি, ইয়ন সং-ওর পেনিনসুলা, শারুনাস বার্তাসের ইন দ্য ডাস্ক, লুকা বেলভ্যুর হোম ফ্রন্ট ও কোজি ফুকাদার দ্য রিয়েল থিং।

উৎসবের লোগো সেঁটে যাওয়ায় এই ছবিগুলো ডাক পাবে লোকার্নো, টরন্টো, স্যান সেবাস্তিয়ান, বুসান, নিউইয়র্ক, রোম, টোকিও, স্যানডান্সসহ নামকরা উৎসবগুলোতে। এ ছাড়া চুক্তি হয়েছে কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় সুযোগ পাওয়া ছবিগুলো স্যান সেবাস্তিয়ানেও সুযোগ পেতে পারে প্রতিযোগিতার জন্য। ভেনিস চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রেও একই ব্যাপার বলা যায়।

গত বুধবার সংবাদ সম্মেলনে ৭৩তম আসরের নির্বাচিত ছবির নাম ঘোষণা করা হয়। যেহেতু কান চলচ্চিত্র উৎসব হচ্ছে না। তাই সিনেমা হলে মুক্তির বেলায় কিংবা বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার সময় নির্বাচিত ছবিগুলোর পোস্টারে ব্যবহার করতে পারবে কান উৎসবের এই লোগো। এবার বিভাগের আওতায় করা হয়নি ছবির নির্বাচন। কেবল বিষয়ভিত্তিক তালিকা করে ঘোষণা করা হয়েছে ছবির নাম।