শৈলকুপায় ভাইস চেয়ারম্যানের সমর্থকদের উপর হামলা, নৌকার অফিস ভাংচুরের অভিযোগ: আহত-৭, আটক-৪

  • আপডেট সময় : ০২:২৪:০৯ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৭৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাত জন গুরুতর আহত হয়ে শৈলকুপা হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রয়েড়া বাজার এলাকায়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে উড়োজাহাজ প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার লোকজন নির্বাচনী সভা শেষে রয়েড়া বাজারে পৌছলে নৌকার কর্মী-সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে সাত জন আহত হয়। আহতদের মধ্যে রয়েড়া গ্রামের মৃত জাহিদ মুসল্লীর ছেলে নজরুল ইসলাম, মৃত. নিয়ামত হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, রাজ্জাকের ছেলে আমির, আসালত মন্ডলের ছেলে সিদ্দিক ও বেলায়েত মন্ডলের ছেলে কামরুলকে গুরুতর অবস্থায় শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা জানান, নৌকা প্রতিকের প্রার্থীরা তার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে। অপরদিকে নৌকা প্রতিকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার অভিযোগ করেন, রয়েড়া বাজারে অবস্থিত তার নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে বলে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকুপায় ভাইস চেয়ারম্যানের সমর্থকদের উপর হামলা, নৌকার অফিস ভাংচুরের অভিযোগ: আহত-৭, আটক-৪

আপডেট সময় : ০২:২৪:০৯ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাত জন গুরুতর আহত হয়ে শৈলকুপা হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রয়েড়া বাজার এলাকায়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে উড়োজাহাজ প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার লোকজন নির্বাচনী সভা শেষে রয়েড়া বাজারে পৌছলে নৌকার কর্মী-সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে সাত জন আহত হয়। আহতদের মধ্যে রয়েড়া গ্রামের মৃত জাহিদ মুসল্লীর ছেলে নজরুল ইসলাম, মৃত. নিয়ামত হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, রাজ্জাকের ছেলে আমির, আসালত মন্ডলের ছেলে সিদ্দিক ও বেলায়েত মন্ডলের ছেলে কামরুলকে গুরুতর অবস্থায় শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা জানান, নৌকা প্রতিকের প্রার্থীরা তার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে। অপরদিকে নৌকা প্রতিকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার অভিযোগ করেন, রয়েড়া বাজারে অবস্থিত তার নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে বলে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানিয়েছেন।