জীবননগরে নৌকার প্রার্থীর অফিসে আগুন!

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:০০:৩৪ অপরাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের নৌকা প্রতীকের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া সাধারণ ভোটারসহ নৌকা প্রতীকের কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন প্রার্থী আব্দুল লতিফ অমল। গত শনিবার গভীর রাতে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুবলপুর মোড়ে এবং রবিবার দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের তেঁতুলিয়া গ্রামে নৌকার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ অমল অভিযোগ করে বলেন, নৌকার পক্ষে ব্যাপক জোয়ারে নৌকার অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। নৌকার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে নৌকার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে এবং দু’একটি নৌকার নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে একটি কুচক্রি মহল। তারপরও তিনি আশা করেন সাধারণ মানুষ ভোট দিতে পারলে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। রোববার সকালে ও দুপুরে আগুনে পুড়িয়ে দেয়া নৌকার অফিস পরিদর্শন করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া। পরিদর্শন শেষে তিনি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ছবি আছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে নৌকার প্রার্থীর অফিসে আগুন!

আপডেট সময় : ০৫:০০:৩৪ অপরাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯

নিউজ ডেস্ক:জীবননগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের নৌকা প্রতীকের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া সাধারণ ভোটারসহ নৌকা প্রতীকের কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন প্রার্থী আব্দুল লতিফ অমল। গত শনিবার গভীর রাতে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুবলপুর মোড়ে এবং রবিবার দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের তেঁতুলিয়া গ্রামে নৌকার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ অমল অভিযোগ করে বলেন, নৌকার পক্ষে ব্যাপক জোয়ারে নৌকার অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। নৌকার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে নৌকার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে এবং দু’একটি নৌকার নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে একটি কুচক্রি মহল। তারপরও তিনি আশা করেন সাধারণ মানুষ ভোট দিতে পারলে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। রোববার সকালে ও দুপুরে আগুনে পুড়িয়ে দেয়া নৌকার অফিস পরিদর্শন করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া। পরিদর্শন শেষে তিনি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ছবি আছে