আসমানখালিতে যুবককে পিটিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫৭:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার আসমানখালি বাজারে তুফান (৩৫) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে পান ব্যবসায়ীরা। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে আসমানখালী বাজারে এ ঘটনা ঘটে। আহত তুফান আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামের আমজাদ আলীর ছেলে। আহত তুফান বলেন, রোববার সকালে আসমানখালি বাজারে আমার দুই বন্ধুর সাথে এক পান ব্যবসায়ীর টাকা নিয়ে গন্ডগোল হয়। এই নিয়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় পান ব্যবসায়ীরা একত্রিত হলে দুই বন্ধু পালিয়ে যায়। পরে তাদেরকে না পেয়ে আমাকে মারধর করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, খবর পেয়ে আহত তুফানকে দেখতে ছুটে আসেন চুয়াডাঙ্গা পৌর সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় তিনি দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আসমানখালিতে যুবককে পিটিয়ে জখম

আপডেট সময় : ০৪:৫৭:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার আসমানখালি বাজারে তুফান (৩৫) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে পান ব্যবসায়ীরা। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে আসমানখালী বাজারে এ ঘটনা ঘটে। আহত তুফান আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামের আমজাদ আলীর ছেলে। আহত তুফান বলেন, রোববার সকালে আসমানখালি বাজারে আমার দুই বন্ধুর সাথে এক পান ব্যবসায়ীর টাকা নিয়ে গন্ডগোল হয়। এই নিয়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় পান ব্যবসায়ীরা একত্রিত হলে দুই বন্ধু পালিয়ে যায়। পরে তাদেরকে না পেয়ে আমাকে মারধর করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, খবর পেয়ে আহত তুফানকে দেখতে ছুটে আসেন চুয়াডাঙ্গা পৌর সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় তিনি দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।