ফিক্সিং ইস্যুতে মোহাম্মদ সামিকে তলব!

  • আপডেট সময় : ০৩:৫৫:১৬ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৭৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিং ইস্যুতে এবার ডাকা হল জাতীয় দলের বাইরে থাকা দেশটির তারকা পেসার মোহম্মদ সামিকে। এর আগেও পিএসএল-এ ফিক্সিংয়ের অভিযোগে একাধিক ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে তলব করা হল সামিকেও।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলামাবাদ ইউনাইটেড এবং পেশোয়ার জালমি ম্যাচেই নাকি ফিক্সিং হয়েছিল। সেই ম্যাচেই দুর্নীতির গন্ধ পেয়ে ডাকা হয়েছে সামিকে। ৩৬ বছরের তারকা পেসার পিএসএল-এ খেলেন ইসলামাবাদ ইউনাইটেড-এর হয়ে। ইতিমধ্যে দুই তারকা শারজিল খান এবং খালিদ লতিফকে নির্বাসনে পাঠানো হয়েছে। দু’ ক্রিকেটারকেই পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাঁরাও ওই ম্যাচে অংশ নিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিক্সিং ইস্যুতে মোহাম্মদ সামিকে তলব!

আপডেট সময় : ০৩:৫৫:১৬ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিং ইস্যুতে এবার ডাকা হল জাতীয় দলের বাইরে থাকা দেশটির তারকা পেসার মোহম্মদ সামিকে। এর আগেও পিএসএল-এ ফিক্সিংয়ের অভিযোগে একাধিক ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে তলব করা হল সামিকেও।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলামাবাদ ইউনাইটেড এবং পেশোয়ার জালমি ম্যাচেই নাকি ফিক্সিং হয়েছিল। সেই ম্যাচেই দুর্নীতির গন্ধ পেয়ে ডাকা হয়েছে সামিকে। ৩৬ বছরের তারকা পেসার পিএসএল-এ খেলেন ইসলামাবাদ ইউনাইটেড-এর হয়ে। ইতিমধ্যে দুই তারকা শারজিল খান এবং খালিদ লতিফকে নির্বাসনে পাঠানো হয়েছে। দু’ ক্রিকেটারকেই পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাঁরাও ওই ম্যাচে অংশ নিয়েছিলেন।