ম্যাচ গড়াপেটা রুখতে নজির স্থাপন সরফরাজসহ তিন ক্রিকেটার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৯:৫৩ অপরাহ্ণ, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • ৭৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ম্যাচ গড়াপেটা রুখতে নজির স্থাপন করলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদসহ আরও দুই ক্রিকেট অধিনায়ক। এই তিন অধিনায়ক জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে কীভাবে তাদের জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিল।

অভিযোগকারী বাকি দুই অধিনায়কের মধ্যে এক জন হলেন, জিম্বাবুয়ের গ্রেম ক্রেমার। কিন্তু তৃতীয় অধিনায়কটি কে, তা এখনও জানতে পারেনি কেউ। জানা গেছে, গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কা একদিনের সিরিজ চলার সময় এক কুখ্যাত জুয়াড়ি ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিল পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে। যা শোনামাত্র তা আইসিসির দুর্নীতিদমন শাখাকে জানান সরফরাজ।

সেই একই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক সন্দেহজনক ব্যক্তি তাদের কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব নিয়ে এসেছিলেন বলে আইসিসি-কে জানান জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমারও।

এরপরেই সংশ্লিষ্ট সাতটি ম্যাচ নিয়ে তদন্তে নামে আইসিসির দুর্নীতি দমন শাখা। জানা গেছে, ম্যাচ গড়াপেটা করার জন্য ক্রিকেটারদের পাঁচ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল জুয়াড়িরা। তদন্তে আরও জানা গেছে, শুধু বড়দের ক্রিকেটেই নয়। অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও খেলোয়াড়দের সামনে লোভনীয় অর্থের টোপ রেখে ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব রাখছে জুয়াড়িরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ম্যাচ গড়াপেটা রুখতে নজির স্থাপন সরফরাজসহ তিন ক্রিকেটার !

আপডেট সময় : ০৭:১৯:৫৩ অপরাহ্ণ, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

ম্যাচ গড়াপেটা রুখতে নজির স্থাপন করলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদসহ আরও দুই ক্রিকেট অধিনায়ক। এই তিন অধিনায়ক জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে কীভাবে তাদের জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিল।

অভিযোগকারী বাকি দুই অধিনায়কের মধ্যে এক জন হলেন, জিম্বাবুয়ের গ্রেম ক্রেমার। কিন্তু তৃতীয় অধিনায়কটি কে, তা এখনও জানতে পারেনি কেউ। জানা গেছে, গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কা একদিনের সিরিজ চলার সময় এক কুখ্যাত জুয়াড়ি ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিল পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে। যা শোনামাত্র তা আইসিসির দুর্নীতিদমন শাখাকে জানান সরফরাজ।

সেই একই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক সন্দেহজনক ব্যক্তি তাদের কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব নিয়ে এসেছিলেন বলে আইসিসি-কে জানান জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমারও।

এরপরেই সংশ্লিষ্ট সাতটি ম্যাচ নিয়ে তদন্তে নামে আইসিসির দুর্নীতি দমন শাখা। জানা গেছে, ম্যাচ গড়াপেটা করার জন্য ক্রিকেটারদের পাঁচ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল জুয়াড়িরা। তদন্তে আরও জানা গেছে, শুধু বড়দের ক্রিকেটেই নয়। অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও খেলোয়াড়দের সামনে লোভনীয় অর্থের টোপ রেখে ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব রাখছে জুয়াড়িরা।