শিরোনাম :
Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী Logo ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের Logo পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত Logo অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি Logo পাকিস্তান জঙ্গিরাষ্ট্র, পাক সেনাপ্রধান লাদেনের মতোই সন্ত্রাসবাদী, বিস্ফোরক প্রাক্তন মার্কিন সেনাকর্তা Logo ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ক ক্যাম্পেইন’ – ল অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি Logo শিক্ষার্থীদের ভাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ Logo জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসদের রুয়া’র নির্বাচন বর্জন Logo মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান, ভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা Logo কাশ্মীরে হামলার পর তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের

লেকের নীচে তিন হাজার বছরের প্রাচীন দূর্গ আবিষ্কার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫২:৪৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পর্যটকদের কাছে অন্যতম একটি পছন্দের জায়গা তুর্কির লেক ভ্যান। এই লেকটির অপরূপ শোভা মুগ্ধ করে পর্যটকদের।
তবে সম্প্রতি এই লেকটিকে ঘিরে জন্ম নিয়েছে আরও কৌতুহল। জানা গেঝে, লেকটির নীচেই আবিষ্কার হয়েছে একটি প্রাচীন দূর্গ।

এ ব্যাপারে প্রত্নতত্ত্বিকরা জানাচ্ছেন, এই দূর্গটি ৩০০০ বছরের পুরোনো। তবে, কয়েক হাজার বছরের পুরোনো হলেও এই দূর্গটি একেবারেই সুরক্ষিত রয়েছে। দূর্গটির কোনও অংশতেই কোন ভাঙন দেখা দেয়নি বলে জানা গেছে। তুর্কির এই এলাকাতে উরাতু সভ্যতা ছিল ৩ হাজার বছর আগে। ঐতিহাসিকরা মনে করছেন, উরাতু সভ্যতার কোন রাজা এই দূর্গটি তৈরি করেছিলেন।

তুর্কির এক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আন্ডারওয়াটার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারসহ সকলে এই দূর্গের খোঁজ শুরু করেন। ঐতিহাসিকবিদরা অনুমান করেছিলেন, এই সমুদ্রের গভীরেই কোনও এক প্রাচীন সভ্যতা লুকিয়ে রয়েছে।
সেই অনুমানের ভিত্তিতেই তদন্ত করে এই দূর্গটি আবিষ্কার হয়।

যদিও এত বছরের পুরোনো দূর্গটি অক্ষত অবস্থায় আবিষ্কার করতে পেরে গবেষকেরা খুবই উচ্ছসিত। তারা এটিকে মিরাকেল ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। তারা জানিয়েছেন, এই লেকের গভীরে এরম একটি ঐতিহাসিক দূর্গ থাকতে পারে সেটি তারা অনুমান করলেও নিশ্চিত ছিলেন না। তাই দীর্ঘ দশ বছর ধরে এই লেকের বিভিন্ন জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে অবশেষে নিশ্চিত হয়েছিলেন।

দূর্গটি উদ্ধারের পর তারা এই লেকটির নাম দিয়েছিলেন আপার সি। ওই গবেষক দলের বিশ্বাস, এই লেকের তলায় আরও ঐতিহাসিক রহস্যজনক জিনিস লুকিয়ে আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী

লেকের নীচে তিন হাজার বছরের প্রাচীন দূর্গ আবিষ্কার !

আপডেট সময় : ১১:৫২:৪৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

পর্যটকদের কাছে অন্যতম একটি পছন্দের জায়গা তুর্কির লেক ভ্যান। এই লেকটির অপরূপ শোভা মুগ্ধ করে পর্যটকদের।
তবে সম্প্রতি এই লেকটিকে ঘিরে জন্ম নিয়েছে আরও কৌতুহল। জানা গেঝে, লেকটির নীচেই আবিষ্কার হয়েছে একটি প্রাচীন দূর্গ।

এ ব্যাপারে প্রত্নতত্ত্বিকরা জানাচ্ছেন, এই দূর্গটি ৩০০০ বছরের পুরোনো। তবে, কয়েক হাজার বছরের পুরোনো হলেও এই দূর্গটি একেবারেই সুরক্ষিত রয়েছে। দূর্গটির কোনও অংশতেই কোন ভাঙন দেখা দেয়নি বলে জানা গেছে। তুর্কির এই এলাকাতে উরাতু সভ্যতা ছিল ৩ হাজার বছর আগে। ঐতিহাসিকরা মনে করছেন, উরাতু সভ্যতার কোন রাজা এই দূর্গটি তৈরি করেছিলেন।

তুর্কির এক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আন্ডারওয়াটার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারসহ সকলে এই দূর্গের খোঁজ শুরু করেন। ঐতিহাসিকবিদরা অনুমান করেছিলেন, এই সমুদ্রের গভীরেই কোনও এক প্রাচীন সভ্যতা লুকিয়ে রয়েছে।
সেই অনুমানের ভিত্তিতেই তদন্ত করে এই দূর্গটি আবিষ্কার হয়।

যদিও এত বছরের পুরোনো দূর্গটি অক্ষত অবস্থায় আবিষ্কার করতে পেরে গবেষকেরা খুবই উচ্ছসিত। তারা এটিকে মিরাকেল ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। তারা জানিয়েছেন, এই লেকের গভীরে এরম একটি ঐতিহাসিক দূর্গ থাকতে পারে সেটি তারা অনুমান করলেও নিশ্চিত ছিলেন না। তাই দীর্ঘ দশ বছর ধরে এই লেকের বিভিন্ন জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে অবশেষে নিশ্চিত হয়েছিলেন।

দূর্গটি উদ্ধারের পর তারা এই লেকটির নাম দিয়েছিলেন আপার সি। ওই গবেষক দলের বিশ্বাস, এই লেকের তলায় আরও ঐতিহাসিক রহস্যজনক জিনিস লুকিয়ে আছে।