ছুটির দিনে অধিক ঘুম ডেকে আনে বিপদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সারা সপ্তাহ ধরে টানা খাটনির পর অবশেষে শুক্রবার ছুটি। অনেকের অফিস আবার শনি দিনও ছুটি থাকে।
এই দিনগুলোতে বাড়িতে শুয়ে বসে কাটাতেই অধিকাংশ মানুষ ভালোবাসেন। পাতি বাংলায় বললে যেটাকে বলা হয় ‘ল্যাদ’ খাওয়া। কিন্তু এত অলসতা কি আদৌ শরীরের জন্য ভালো? সারা সপ্তাহে যতোই খাটুন না কেন, সপ্তাহান্তে মাত্রাতিরিক্ত ঘুম মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয় বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা । এতে ডায়াবেটিস, এমনকী হার্টের রোগের সম্ভাবনাও রয়েছে।

উইকেন্ডে আমরা অনেক সময়েই কোনও নিয়ম মানি না। ছুটির দিন মানেই শুধু পার্টি টাইম। অনেক বেশি পরিমাণে খাওয়া দাওয়া আর ঘুম, কোনওটাই কিন্তু বিশেষ উপকারী নয়। এমন অভ্যাস বিপদ ডেকে আনতে পারে অনায়াসেই!

আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে- অনেক বেশি ঘুম শরীরের পুরো সিস্টেমটাই বদলে দেয়। হার্টের অসুখ এতে বাড়ার সম্ভাবনা তো রয়েইছে, পাশাপাশি স্মৃতির সমস্যা, মনঃসংযোগের অভাব, অবসাদ, হাইপারটেনশনের মতো সমস্যাগুলোও এর ফলে বাড়তে থাকে।
তাই খুব অলসতা হলেও ছুটির দিনে বা যে কোনও দিন অনেক বেশি সময় পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। এতে আপনারই বিপদ।

যাঁরা হাঁটাচলা কম করেন। বেশি সময় বসে বসে কাটান। তাদের জন্যও এখন অ্যালার্ট হওয়ার সময় হয়েছে। চরম অলসতা আপনার মুডকেও খারাপ করে ৷

ট্যাগস :

ছুটির দিনে অধিক ঘুম ডেকে আনে বিপদ !

আপডেট সময় : ১১:৫৮:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

সারা সপ্তাহ ধরে টানা খাটনির পর অবশেষে শুক্রবার ছুটি। অনেকের অফিস আবার শনি দিনও ছুটি থাকে।
এই দিনগুলোতে বাড়িতে শুয়ে বসে কাটাতেই অধিকাংশ মানুষ ভালোবাসেন। পাতি বাংলায় বললে যেটাকে বলা হয় ‘ল্যাদ’ খাওয়া। কিন্তু এত অলসতা কি আদৌ শরীরের জন্য ভালো? সারা সপ্তাহে যতোই খাটুন না কেন, সপ্তাহান্তে মাত্রাতিরিক্ত ঘুম মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয় বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা । এতে ডায়াবেটিস, এমনকী হার্টের রোগের সম্ভাবনাও রয়েছে।

উইকেন্ডে আমরা অনেক সময়েই কোনও নিয়ম মানি না। ছুটির দিন মানেই শুধু পার্টি টাইম। অনেক বেশি পরিমাণে খাওয়া দাওয়া আর ঘুম, কোনওটাই কিন্তু বিশেষ উপকারী নয়। এমন অভ্যাস বিপদ ডেকে আনতে পারে অনায়াসেই!

আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে- অনেক বেশি ঘুম শরীরের পুরো সিস্টেমটাই বদলে দেয়। হার্টের অসুখ এতে বাড়ার সম্ভাবনা তো রয়েইছে, পাশাপাশি স্মৃতির সমস্যা, মনঃসংযোগের অভাব, অবসাদ, হাইপারটেনশনের মতো সমস্যাগুলোও এর ফলে বাড়তে থাকে।
তাই খুব অলসতা হলেও ছুটির দিনে বা যে কোনও দিন অনেক বেশি সময় পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। এতে আপনারই বিপদ।

যাঁরা হাঁটাচলা কম করেন। বেশি সময় বসে বসে কাটান। তাদের জন্যও এখন অ্যালার্ট হওয়ার সময় হয়েছে। চরম অলসতা আপনার মুডকেও খারাপ করে ৷