এবার নেট দুনিয়ায় ঝড় তুললেন এমা জ্যাকসন!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এর আগে বল্ট ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন এষা গুপ্তা, তাপসী পান্নু। কোনও সমালোচনার তোয়াক্কা না করে একের পর এক উষ্ণ ছবি পোস্ট করেছিলেন তারা।
অনেকেরই পছন্দ হয়েছিল এষার সেই নান্দনিক উন্মুক্ততা। সেই পথেই এবার হাঁটলেন এমি জ্যাকসন। জনপ্রিয় একটি ক্লথ সংস্থার নতুন কালেকশনে ইনস্টাগ্রামের উষ্ণতা কয়েকগুন বাড়িয়ে দিলেন এ অভিনেত্রী।

যদিও বলিউডে ছবি নামমাত্র। কিন্তু দাক্ষিণাত্যে এমির কদর দিনের পর দিন বেড়েই চলেছে।
রজনীকান্তের ‘২.০’-তে নায়িকা তিনিই। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গেও স্ক্রিন স্পেস শেয়ার করবেন তিনি।

বিজ্ঞাপনের জগতেও বেশ নাম রয়েছে এমির। রয়েছে তাঁর সৌন্দর্যের কদর।
সেই নমুনাই মিলল এই নতুন প্রচ্ছদে। আর এখানে ২.০-এর মতো রাফ অ্যান্ড টাফ নয়, বেশ নমনীয়ভাবেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন নায়িকা।

এমির এই নয়া অবতার বেশ পছন্দ হয়েছে ইনস্টাগ্রামের বাসিন্দাদের। হ্যাঁ, সমালোচনাও কিছু হয়েছে। তবে প্রশংসার সংখ্যাই বেশি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এবার নেট দুনিয়ায় ঝড় তুললেন এমা জ্যাকসন!

আপডেট সময় : ১২:০৩:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

এর আগে বল্ট ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন এষা গুপ্তা, তাপসী পান্নু। কোনও সমালোচনার তোয়াক্কা না করে একের পর এক উষ্ণ ছবি পোস্ট করেছিলেন তারা।
অনেকেরই পছন্দ হয়েছিল এষার সেই নান্দনিক উন্মুক্ততা। সেই পথেই এবার হাঁটলেন এমি জ্যাকসন। জনপ্রিয় একটি ক্লথ সংস্থার নতুন কালেকশনে ইনস্টাগ্রামের উষ্ণতা কয়েকগুন বাড়িয়ে দিলেন এ অভিনেত্রী।

যদিও বলিউডে ছবি নামমাত্র। কিন্তু দাক্ষিণাত্যে এমির কদর দিনের পর দিন বেড়েই চলেছে।
রজনীকান্তের ‘২.০’-তে নায়িকা তিনিই। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গেও স্ক্রিন স্পেস শেয়ার করবেন তিনি।

বিজ্ঞাপনের জগতেও বেশ নাম রয়েছে এমির। রয়েছে তাঁর সৌন্দর্যের কদর।
সেই নমুনাই মিলল এই নতুন প্রচ্ছদে। আর এখানে ২.০-এর মতো রাফ অ্যান্ড টাফ নয়, বেশ নমনীয়ভাবেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন নায়িকা।

এমির এই নয়া অবতার বেশ পছন্দ হয়েছে ইনস্টাগ্রামের বাসিন্দাদের। হ্যাঁ, সমালোচনাও কিছু হয়েছে। তবে প্রশংসার সংখ্যাই বেশি।