শিরোনাম :
Logo যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই Logo যুদ্ধ হলে ভারতের রাজ্য পাঞ্জাবই দাঁড়াবে পাকিস্তানের পাশে, মোদিকে কঠোর হুঁশিয়ারি Logo কাশ্মীর নিয়ে ‘আগুনে ঘি’ ঢালল বিবিসি, উত্তপ্ত বার্তা ভারতের Logo প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত Logo রাজনৈতিক দলের ঠিকানা চশমার দোকান, মাদরাসা, ঠিকাদারি অফিস Logo যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা Logo সন্ধ্যার মধ্যে তীব্র বজ্রপাত ও শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা Logo তদন্ত শেষে জানা যাবে কারা গুলি চালানোর নির্দেশ দিয়েছিল: আইজিপি Logo ইশরাকের গেজেট প্রকাশে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি : আসিফ নজরুল Logo শেখ হাসিনার বিচার প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টা

এনবিআরে ৭ সেরা কমিশনার নির্বাচিত !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১ অক্টোবর ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজস্ব লক্ষ‌্যমাত্রা অর্জন করায় আগস্ট মাসের সাত কমিশনারকে কমিশনার অব দ‌্য মানথ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত বৃহস্পতিবার আয়কর ও কাস্টমস-ভ্যাট বিভাগের ২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল এবং আগস্ট মাস পর্যন্ত সময়ের রাজস্ব সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক মাসিক রাজস্ব সম্মেলনে সেরা কমিশনারদের নাম ঘোষণা করা হয়। এনবিআরের সিনিয়র তথ‌্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ‌্য জানিয়েছেন।

নির্বাচিত কমিশনারের মধ‌্যে তিন জন আয়কর, তিনজন ভ‌্যাট বিভাগের এবং একজন কাস্টমস হাউজের কমিশনার।

নির্বাচিত কমিশনাররা হলেন-সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, ঢাকা কর অঞ্চল-১০ এর কর কমিশনার অপূর্ব কান্তি দাস এবং কর অঞ্চল-২ এর কমিশনার মো. মেফতাহ উদ্দিন খান।

ভ্যাট কমিশনাররা হলেন-ঢাকা এলটিইউ (ভ্যাট) এর কমিশনার মো. মতিউর রহমান, রাজশাহী ভ‌্যাট কমিশনারেটের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ও ঢাকা (পশ্চিম) ভ‌্যাট কমিশনারেটের ড. মো. সহিদুল ইসলাম।

এ ছাড়া চট্টগ্রাম হাউজের কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খানকে কমিশনার অব দ্য মানথ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় আয়কর ও কাস্টমস বিভাগের সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের আয়কর বিভাগের সংশ্লিষ্ট কমিশনাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নজিবুর রহমান বলেন, চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পরিচালিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক অংশীজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে রাজস্ব সংগ্রহের ধারাবাহিকতা এবং গতিশীলতা বজায় রাখতে হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে এক সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের আবহ পৌঁছে গেছে। মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অগ্রগতি সাধিত হচ্ছে। পাশাপাশি দুর্বার গতিতে উন্নয়ন হচ্ছে। দেশের মেগা প্রকল্পগুলো বার্তা দেয়, আমরা ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছি। আমরা উন্নয়নের অক্সিজেন ‘রাজস্ব’ সরবরাহ করছি। এ অনুভব হৃদয়ে, মননে ও কাজে ধারণ করে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অধিক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই

এনবিআরে ৭ সেরা কমিশনার নির্বাচিত !

আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

রাজস্ব লক্ষ‌্যমাত্রা অর্জন করায় আগস্ট মাসের সাত কমিশনারকে কমিশনার অব দ‌্য মানথ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত বৃহস্পতিবার আয়কর ও কাস্টমস-ভ্যাট বিভাগের ২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল এবং আগস্ট মাস পর্যন্ত সময়ের রাজস্ব সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক মাসিক রাজস্ব সম্মেলনে সেরা কমিশনারদের নাম ঘোষণা করা হয়। এনবিআরের সিনিয়র তথ‌্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ‌্য জানিয়েছেন।

নির্বাচিত কমিশনারের মধ‌্যে তিন জন আয়কর, তিনজন ভ‌্যাট বিভাগের এবং একজন কাস্টমস হাউজের কমিশনার।

নির্বাচিত কমিশনাররা হলেন-সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, ঢাকা কর অঞ্চল-১০ এর কর কমিশনার অপূর্ব কান্তি দাস এবং কর অঞ্চল-২ এর কমিশনার মো. মেফতাহ উদ্দিন খান।

ভ্যাট কমিশনাররা হলেন-ঢাকা এলটিইউ (ভ্যাট) এর কমিশনার মো. মতিউর রহমান, রাজশাহী ভ‌্যাট কমিশনারেটের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ও ঢাকা (পশ্চিম) ভ‌্যাট কমিশনারেটের ড. মো. সহিদুল ইসলাম।

এ ছাড়া চট্টগ্রাম হাউজের কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খানকে কমিশনার অব দ্য মানথ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় আয়কর ও কাস্টমস বিভাগের সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের আয়কর বিভাগের সংশ্লিষ্ট কমিশনাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নজিবুর রহমান বলেন, চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পরিচালিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক অংশীজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে রাজস্ব সংগ্রহের ধারাবাহিকতা এবং গতিশীলতা বজায় রাখতে হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে এক সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের আবহ পৌঁছে গেছে। মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অগ্রগতি সাধিত হচ্ছে। পাশাপাশি দুর্বার গতিতে উন্নয়ন হচ্ছে। দেশের মেগা প্রকল্পগুলো বার্তা দেয়, আমরা ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছি। আমরা উন্নয়নের অক্সিজেন ‘রাজস্ব’ সরবরাহ করছি। এ অনুভব হৃদয়ে, মননে ও কাজে ধারণ করে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অধিক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে।