সোমবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন। ইসি তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যমেই গেজেট প্রকাশ করেছে।
এসময় মেজর সিনহা হত্যা মামলা নিয়ে করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, হাইকোর্ট স্বাধীনভাবে কাজ করছে। ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেনি। কেউ কেউ ব্যক্তি স্বার্থে মামলা করছে। তাদের মুখোশ উন্মোচন করা উচিত বলেও মনে করেন তিনি।
তিনি জানান, হাইকোর্ট যেসব মামলা সেখানে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার সুযোগ নেই। উচ্চ আদালতের ওপর হস্তক্ষেপের কোন সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের। বিচার বিভাগ স্বাধীনভাবেই চলবে।