ফিরে আসছে সেই জুরাসিক যুগ! আতঙ্কে বিজ্ঞানীরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৮:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জুরাসিক যুগ হল একটি ভূতাত্ত্বিক যুগ। ট্রায়াসিক যুগের শেষ থেকে ক্রিটেশিয়াস যুগের মধ্যবর্তী সময়সীমাকেই জুরাসিক যুগ বলে অভিহিত করা হয়।
এই যুগ পৃথিবীতে ডাইনোসর তথা প্রাগৈতিহাসিক সরীসৃপদের একাধিপত্যের যুগ হিসেবে বিশেষভাবে পরিচিত।

আবারও ফিরে আসছে সেই জুরাসিক যুগ? এখন বিজ্ঞানীদের মাথায় ঘুরপাক খাচ্ছে সেই চিন্তাই৷ কারণ সম্প্রতি জার্মানির একদল বিজ্ঞানীর নজরে এসেছে ডায়নোসরাসের যুগের একটি জলদানবের ফসিলস৷ যা অনেকটা হোয়াইট সার্ক ও কিলার হোয়েলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ৷ বিজ্ঞানীরা প্রাণীটির নাম দিয়েছেন আর্মেনিসরাস৷

দানবটি দৈর্ঘ্যে ১৫ মিটার লম্বা৷ বিজ্ঞানীদের বর্ণনানুযায়ী উদ্ধার হওয়া ফসিলসটি আর্মেনিয়রাসের দেহের ৪০ শতাংশ৷ অর্থাৎ বাকি অংশের খোঁজ পাওয়া যায়নি৷ সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেঞ্জামিন কের জানিয়েছেন, সম্ভবত জুরাসিক যুগ বা তারও আগের প্রাণী এটি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷

ট্যাগস :

ফিরে আসছে সেই জুরাসিক যুগ! আতঙ্কে বিজ্ঞানীরা !

আপডেট সময় : ০২:০৮:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

জুরাসিক যুগ হল একটি ভূতাত্ত্বিক যুগ। ট্রায়াসিক যুগের শেষ থেকে ক্রিটেশিয়াস যুগের মধ্যবর্তী সময়সীমাকেই জুরাসিক যুগ বলে অভিহিত করা হয়।
এই যুগ পৃথিবীতে ডাইনোসর তথা প্রাগৈতিহাসিক সরীসৃপদের একাধিপত্যের যুগ হিসেবে বিশেষভাবে পরিচিত।

আবারও ফিরে আসছে সেই জুরাসিক যুগ? এখন বিজ্ঞানীদের মাথায় ঘুরপাক খাচ্ছে সেই চিন্তাই৷ কারণ সম্প্রতি জার্মানির একদল বিজ্ঞানীর নজরে এসেছে ডায়নোসরাসের যুগের একটি জলদানবের ফসিলস৷ যা অনেকটা হোয়াইট সার্ক ও কিলার হোয়েলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ৷ বিজ্ঞানীরা প্রাণীটির নাম দিয়েছেন আর্মেনিসরাস৷

দানবটি দৈর্ঘ্যে ১৫ মিটার লম্বা৷ বিজ্ঞানীদের বর্ণনানুযায়ী উদ্ধার হওয়া ফসিলসটি আর্মেনিয়রাসের দেহের ৪০ শতাংশ৷ অর্থাৎ বাকি অংশের খোঁজ পাওয়া যায়নি৷ সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেঞ্জামিন কের জানিয়েছেন, সম্ভবত জুরাসিক যুগ বা তারও আগের প্রাণী এটি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷