বাবা হলেই ওজন বাড়ে পুরুষের !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৫:১৫ অপরাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথাকথিত ভাবধারাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে এক যুগান্তকারী তথ্য। বিয়ে করলেই নাকি ওজন বাড়ে পুরুষের।
পিতৃত্বের সময় দেহের ওজন আরও বাড়ে বলে গবেষণায় দাবি। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। বিয়ে হলে মেয়েদের ওজন বাড়ে এই কথার প্রচলন আদিম যুগ থেকে হয়ে এলেও গবেষণা দিক নির্দেশ করল অন্য দিশারীর।

৮ হাজার মানুষের ওপর হওয়া ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় বলা হয়েছে, বিয়ের পর পুরুষের দেহে বডি মাস ইনডেক্স (বিএমআই) বৃদ্ধি পায়। আর তার জন্যই বাড়ে শারীরিক ওজন।

ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জোয়ানা সিরদা জানিয়েছেন, ‘বিভিন্ন সামাজিক বিষয় তারমধ্যে বিয়েও এমন একটা ইস্যু যা পুরুষের বডি মাস ইনডেক্স বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরুষ বাবা হলে বিএমআই বৃদ্ধির হার আরও বাড়ে। ‘

ইকনমিক্সের অধ্যাপক ড. জোয়ানা এও জানিয়েছেন, ‘নানা পারিবারিক এবং সামাজিক বিষয়ে চিন্তাভবানায় মগ্ন থাকার কারণে পুরুষ তার শরীর এবং স্বাস্থ্য নিয়ে ভাবার অবকাশ পায় না। এর ফলে পরিবর্তন হয় পুরুষের খাদ্যাভ্যাসেও। এমনকী পুরুষের আচরণেও দেখা যায় নানাবিধ পরিবর্তন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাবা হলেই ওজন বাড়ে পুরুষের !

আপডেট সময় : ০১:৪৫:১৫ অপরাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

তথাকথিত ভাবধারাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে এক যুগান্তকারী তথ্য। বিয়ে করলেই নাকি ওজন বাড়ে পুরুষের।
পিতৃত্বের সময় দেহের ওজন আরও বাড়ে বলে গবেষণায় দাবি। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। বিয়ে হলে মেয়েদের ওজন বাড়ে এই কথার প্রচলন আদিম যুগ থেকে হয়ে এলেও গবেষণা দিক নির্দেশ করল অন্য দিশারীর।

৮ হাজার মানুষের ওপর হওয়া ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় বলা হয়েছে, বিয়ের পর পুরুষের দেহে বডি মাস ইনডেক্স (বিএমআই) বৃদ্ধি পায়। আর তার জন্যই বাড়ে শারীরিক ওজন।

ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জোয়ানা সিরদা জানিয়েছেন, ‘বিভিন্ন সামাজিক বিষয় তারমধ্যে বিয়েও এমন একটা ইস্যু যা পুরুষের বডি মাস ইনডেক্স বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরুষ বাবা হলে বিএমআই বৃদ্ধির হার আরও বাড়ে। ‘

ইকনমিক্সের অধ্যাপক ড. জোয়ানা এও জানিয়েছেন, ‘নানা পারিবারিক এবং সামাজিক বিষয়ে চিন্তাভবানায় মগ্ন থাকার কারণে পুরুষ তার শরীর এবং স্বাস্থ্য নিয়ে ভাবার অবকাশ পায় না। এর ফলে পরিবর্তন হয় পুরুষের খাদ্যাভ্যাসেও। এমনকী পুরুষের আচরণেও দেখা যায় নানাবিধ পরিবর্তন।