হজে একদিনেই শয়তানকে ৪৯.৩৯ মিলিয়ন পাথর নিক্ষেপ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শয়তানকে তাকবিরসহ পাথর নিক্ষেপ করা হজের অপরিহার্য অংশ। শয়তানের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে এই পাথর নিক্ষেপ করা হয়।
হজ পালনকারীরা এবার মিনার জামারত এলাকায় শয়তানকে লক্ষ্য করে একদিনেই মোট ৪৯.৩৯ মিলিয়ন পাথর নিক্ষেপ করেছেন। সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, এবার শান্তিপূর্ণভাবে পাথর নিক্ষেপের রীতিটি সম্পন্ন হয়েছে।

মিনায় জামারত এলাকায় থাকা শয়তানের তিনটি প্রতিমূর্তিকে (প্রতীকী) সাতটি করে মোট ২১টি পাথর মারতে হয়। মসজিদে খায়েফের দিক থেকে মক্কার দিকে আসার সময় প্রথমে জামারায় সগির বা ছোট শয়তান, তারপর জামারায় ওস্তা বা মেজো শয়তান, এরপর জামারায় আকাবা বা বড় শয়তান।

এ বছর সারা বিশ্বের মোট ১৭ লাখ ৫২ হাজার ১৪ জন ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে হজ পালন করেছেন। এ সংখ্যা গত বছরের চেয়ে চার লাখ ২৬ হাজার ২৬৩ জন বেশি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হজে একদিনেই শয়তানকে ৪৯.৩৯ মিলিয়ন পাথর নিক্ষেপ !

আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

শয়তানকে তাকবিরসহ পাথর নিক্ষেপ করা হজের অপরিহার্য অংশ। শয়তানের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে এই পাথর নিক্ষেপ করা হয়।
হজ পালনকারীরা এবার মিনার জামারত এলাকায় শয়তানকে লক্ষ্য করে একদিনেই মোট ৪৯.৩৯ মিলিয়ন পাথর নিক্ষেপ করেছেন। সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, এবার শান্তিপূর্ণভাবে পাথর নিক্ষেপের রীতিটি সম্পন্ন হয়েছে।

মিনায় জামারত এলাকায় থাকা শয়তানের তিনটি প্রতিমূর্তিকে (প্রতীকী) সাতটি করে মোট ২১টি পাথর মারতে হয়। মসজিদে খায়েফের দিক থেকে মক্কার দিকে আসার সময় প্রথমে জামারায় সগির বা ছোট শয়তান, তারপর জামারায় ওস্তা বা মেজো শয়তান, এরপর জামারায় আকাবা বা বড় শয়তান।

এ বছর সারা বিশ্বের মোট ১৭ লাখ ৫২ হাজার ১৪ জন ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে হজ পালন করেছেন। এ সংখ্যা গত বছরের চেয়ে চার লাখ ২৬ হাজার ২৬৩ জন বেশি।