দেশের উন্নয়নে বেসরকারি খাতকেও ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাবো। আর এগিয়ে যাওয়ায় সরকারি খাতের পাশাপাশি দেশের বেসরকারি খাতকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে আমরা সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নেও কাজ করেছি। অর্থনীতিতে এগিয়ে যেতে বেসরকারি খাত উন্মুক্ত করেছি। বিদ্যুত, গ্যাসসহ শিল্প স্থাপনে নানা সুবিধার সৃষ্টি করেছি।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় পরিচালনায় বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সুবিধা নিয়ে কেবল নিজেরা বড়লোক হলে চলবে না। দেশের মানুষের কল্যাণেও কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, উৎপাদিত পণ্য বিদেশে পাঠানোর পাশাপাশি দেশের মানুষেরও ক্রয়ক্ষমতাসহ অন্যান্য অবস্থানের উন্নয়নে কাজ করতে হবে। তবেই উৎপাদিত পণ্যের দেশীয় বাজার গড়ে উঠবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশের উন্নয়নে বেসরকারি খাতকেও ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর!

আপডেট সময় : ০৬:৩৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাবো। আর এগিয়ে যাওয়ায় সরকারি খাতের পাশাপাশি দেশের বেসরকারি খাতকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে আমরা সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নেও কাজ করেছি। অর্থনীতিতে এগিয়ে যেতে বেসরকারি খাত উন্মুক্ত করেছি। বিদ্যুত, গ্যাসসহ শিল্প স্থাপনে নানা সুবিধার সৃষ্টি করেছি।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় পরিচালনায় বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সুবিধা নিয়ে কেবল নিজেরা বড়লোক হলে চলবে না। দেশের মানুষের কল্যাণেও কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, উৎপাদিত পণ্য বিদেশে পাঠানোর পাশাপাশি দেশের মানুষেরও ক্রয়ক্ষমতাসহ অন্যান্য অবস্থানের উন্নয়নে কাজ করতে হবে। তবেই উৎপাদিত পণ্যের দেশীয় বাজার গড়ে উঠবে।