নগ্ন শরীরে র‍্যাম্পে ঝড় তুললেন মডেলরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চারপাশে গিজগিজ করছে দর্শক। হাজার ওয়াটের ফ্ল্যাশবাল্বের ঝলকানি।

এরই মাঝে র‍্যাম্পে প্রবেশ করলেন মডেলরা। একের পর এক হেঁটে গেলেন নির্দ্বিধায়। কিন্তু তাদের শরীরে পোশাক নেই। কারও গায়ে টুকরো পোশাক থাকলেও মডেলরা অধিকাংশই ছিলেন নগ্ন। এভাবেই কোপেনহেগেন ফ্যাশন উইকে মডেলদের র‍্যাম্পে পাঠিয়েছিলেন ডিজাইনার নিকোলাস নিব্রো।

শো-এর শেষে নিজেই সব প্রশ্নের জবাব দেন ফ্যাশন ডিজাইনার নিকোলাস নিব্রো। এই কাজটি তিনি করেছেন মানুষের জীবনে শরীরের অবদানকে মনে করিয়ে দেওয়ার জন্য। এমন একটা সময় ছিল যখন মানুষের পোশাক পরার চল ছিল না। আদিম সে সময়ে পোশাকের ধারণাই মানুষের মধ্যে ছিল না। সেই সময়কে ট্রিবিউট জানিয়েই এই কাজ করেছেন ডিজাইনার।

এমনকী, নিজের মডেলদের বাছার সময় পারফেকশনের ধার ধারেননি প্রখ্যাত ডিজাইনার। সাধারণ মানুষের শরীর যেমন হয়, তেমনই মডেল বেছেছেন তিনি। যারা শরীরকে অনাবৃত করে নিকোলাসের জন্য র‍্যাম্পে হেঁটেছেন। কেউ হয়েছেন অর্ধ নগ্ন, কেউ সম্পূর্ণ নগ্ন, কেউ আবার স্বচ্ছন্দে নিজের শরীরের উল্কি প্রদর্শন করেছেন। নাম দিয়েছেন ‘দ্য এম্পেরর’স নিউ ক্লোথস’।

আগস্ট মাসের সাত তারিখ থেকে শুরু হয়েছে কোপেনহেগেন এই ফ্যাশন উইক। চলবে শনিবার পর্যন্ত। সারা বিশ্বের নামী ডিজাইনাররা তুলে ধরেছেন নিজেদের সৃষ্টি। হেঁটেছেন প্রখ্যাত মডেলরা। তবে সকলের মধ্যে আলাদা করে নজর কেড়েছে নিকোলাস নিব্রোর এই অভিনব ভাবনা। এমন উদ্যোগ আরও হওয়া উচিত বলে মনে করছেন ফ্যাশনিস্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নগ্ন শরীরে র‍্যাম্পে ঝড় তুললেন মডেলরা !

আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

চারপাশে গিজগিজ করছে দর্শক। হাজার ওয়াটের ফ্ল্যাশবাল্বের ঝলকানি।

এরই মাঝে র‍্যাম্পে প্রবেশ করলেন মডেলরা। একের পর এক হেঁটে গেলেন নির্দ্বিধায়। কিন্তু তাদের শরীরে পোশাক নেই। কারও গায়ে টুকরো পোশাক থাকলেও মডেলরা অধিকাংশই ছিলেন নগ্ন। এভাবেই কোপেনহেগেন ফ্যাশন উইকে মডেলদের র‍্যাম্পে পাঠিয়েছিলেন ডিজাইনার নিকোলাস নিব্রো।

শো-এর শেষে নিজেই সব প্রশ্নের জবাব দেন ফ্যাশন ডিজাইনার নিকোলাস নিব্রো। এই কাজটি তিনি করেছেন মানুষের জীবনে শরীরের অবদানকে মনে করিয়ে দেওয়ার জন্য। এমন একটা সময় ছিল যখন মানুষের পোশাক পরার চল ছিল না। আদিম সে সময়ে পোশাকের ধারণাই মানুষের মধ্যে ছিল না। সেই সময়কে ট্রিবিউট জানিয়েই এই কাজ করেছেন ডিজাইনার।

এমনকী, নিজের মডেলদের বাছার সময় পারফেকশনের ধার ধারেননি প্রখ্যাত ডিজাইনার। সাধারণ মানুষের শরীর যেমন হয়, তেমনই মডেল বেছেছেন তিনি। যারা শরীরকে অনাবৃত করে নিকোলাসের জন্য র‍্যাম্পে হেঁটেছেন। কেউ হয়েছেন অর্ধ নগ্ন, কেউ সম্পূর্ণ নগ্ন, কেউ আবার স্বচ্ছন্দে নিজের শরীরের উল্কি প্রদর্শন করেছেন। নাম দিয়েছেন ‘দ্য এম্পেরর’স নিউ ক্লোথস’।

আগস্ট মাসের সাত তারিখ থেকে শুরু হয়েছে কোপেনহেগেন এই ফ্যাশন উইক। চলবে শনিবার পর্যন্ত। সারা বিশ্বের নামী ডিজাইনাররা তুলে ধরেছেন নিজেদের সৃষ্টি। হেঁটেছেন প্রখ্যাত মডেলরা। তবে সকলের মধ্যে আলাদা করে নজর কেড়েছে নিকোলাস নিব্রোর এই অভিনব ভাবনা। এমন উদ্যোগ আরও হওয়া উচিত বলে মনে করছেন ফ্যাশনিস্তারা।