এবার হোয়াইট হাউজের কাছেই ‘ট্রাম্প মুরগি’!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রেগে গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারা যে আকার নেয় সেরকই মুরগী বানিয়ে সাড়া ফেলেছিল চীন। এবার খোদ আমেরিকাতেই বিশাল সাইজের একটি মুরগী আকারের বেলুন বসানো হয়েছে।

যা দেখতে ট্রাম্পের মতোই। চীনে বানানো মুরগী আকৃতির ব্যালুনটি যেখানে বসানো হয়েছে তার মাত্র কয়েক হাত দূরুত্বে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ। পাশেই ওয়াশিংটন মনুমেন্ট।

ব্যালুনের মালিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা তারান সিং ব্রার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে দিন দিন দুর্বল ও অকার্যকর নেতায় পরিণত হচ্ছেন সেটা সবাইকে বলতে চেয়েছি। তিনি তার করের কাগজপত্র দেখাতে ভয় পান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতির বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান। এখন তিনি উত্তর কোরিয়ার সঙ্গে মুরগী- মুরগী খেলছেন।

সূত্র : ইউএসএ টুডে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এবার হোয়াইট হাউজের কাছেই ‘ট্রাম্প মুরগি’!

আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

রেগে গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারা যে আকার নেয় সেরকই মুরগী বানিয়ে সাড়া ফেলেছিল চীন। এবার খোদ আমেরিকাতেই বিশাল সাইজের একটি মুরগী আকারের বেলুন বসানো হয়েছে।

যা দেখতে ট্রাম্পের মতোই। চীনে বানানো মুরগী আকৃতির ব্যালুনটি যেখানে বসানো হয়েছে তার মাত্র কয়েক হাত দূরুত্বে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ। পাশেই ওয়াশিংটন মনুমেন্ট।

ব্যালুনের মালিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা তারান সিং ব্রার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে দিন দিন দুর্বল ও অকার্যকর নেতায় পরিণত হচ্ছেন সেটা সবাইকে বলতে চেয়েছি। তিনি তার করের কাগজপত্র দেখাতে ভয় পান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতির বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান। এখন তিনি উত্তর কোরিয়ার সঙ্গে মুরগী- মুরগী খেলছেন।

সূত্র : ইউএসএ টুডে