সম্ভাবনাময় খাতে ভিয়েতনাম ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৩৯:০৮ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে ভিয়েতনামের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

গত বুধবার রাজধানীর ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাকক্ষে  ভিয়েতনামের এক বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে এফবিসিসিআই নেতৃবৃন্দের আলোচনা সভায় এ আহ্বান জানান মহিউদ্দিন।

সভায় ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া ও আফ্রিকা বিভাগের উপ-মহাপরিচালক দো হু হুই ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভ্যান খোয়া, এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) ভিয়েতনাম প্রতিনিধিদলকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বলেন,  বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল এবং আর্থ-সামাজিক বিভিন্ন সূচকে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি ঘটছে।

এ সময় তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণেরও অনুরোধ জানান।
দো হু হুই আশা প্রকাশ করে বলেন, এ সফরের মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের নতুন দুয়ার উন্মোচিত হবে। খুব শিগগিরই এফবিসিসিআই থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ভিয়েতনাম সফর করবে।

উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৬৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভিয়েতনামে রপ্তানি করে এবং ভিয়েতনাম থেকে ৩৮৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে- কৃষিজাত পণ্য, পাট ও চামড়াজাত পণ্য এবং ঔষধ সামগ্রী। আর ভিয়েতনাম থেকে মূলত খণিজ দ্রব্য, বস্ত্র, যন্ত্রপাতি ও প্লাস্টিক উপাদান আমদানি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্ভাবনাময় খাতে ভিয়েতনাম ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান !

আপডেট সময় : ০১:৩৯:০৮ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে ভিয়েতনামের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

গত বুধবার রাজধানীর ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাকক্ষে  ভিয়েতনামের এক বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে এফবিসিসিআই নেতৃবৃন্দের আলোচনা সভায় এ আহ্বান জানান মহিউদ্দিন।

সভায় ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া ও আফ্রিকা বিভাগের উপ-মহাপরিচালক দো হু হুই ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভ্যান খোয়া, এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) ভিয়েতনাম প্রতিনিধিদলকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বলেন,  বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল এবং আর্থ-সামাজিক বিভিন্ন সূচকে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি ঘটছে।

এ সময় তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণেরও অনুরোধ জানান।
দো হু হুই আশা প্রকাশ করে বলেন, এ সফরের মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের নতুন দুয়ার উন্মোচিত হবে। খুব শিগগিরই এফবিসিসিআই থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ভিয়েতনাম সফর করবে।

উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৬৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভিয়েতনামে রপ্তানি করে এবং ভিয়েতনাম থেকে ৩৮৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে- কৃষিজাত পণ্য, পাট ও চামড়াজাত পণ্য এবং ঔষধ সামগ্রী। আর ভিয়েতনাম থেকে মূলত খণিজ দ্রব্য, বস্ত্র, যন্ত্রপাতি ও প্লাস্টিক উপাদান আমদানি করা হয়।