শিরোনাম :
Logo গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্নহত্যা Logo শেরপুরের উন্নয়ন কর্মকান্ডের জন্য আন্দোলনে যাচ্ছে শেরপুর প্রেসক্লাব Logo ইবির সেন্ট্রাল ল্যাবে অতিরিক্ত ফি নির্ধারণ, শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ Logo “আত্মহত্যা” শুধু একটি শর্ট ফিল্ম নয় একটি বার্তাও Logo বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের চাঁদপুর গণপূর্ত বিভাগে মতবিনিময় Logo বেরোবিতে চালু হচ্ছে রোল ও নামহীন খাতা মূল্যায়ন Logo ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র Logo ছুটির তিন দিনে ৩ দলের সমাবেশ Logo ফ্যাসিস্ট সমর্থকদের প্রতিষ্ঠান বন্ধ না করে প্রশাসক নিয়োগের পরামর্শ রিজভীর Logo ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না’-বলা অসুস্থ নিজামের পাশে তারেক রহমান

‘দ্য সং অব স্করপিয়ন্স’ সিনেমায় নতুন রূপে ইরফান !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৯:৩২ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনুপ সিং পরিচালিত ‘দ্য সং অব স্করপিয়ন্স’ ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে।

আর এর প্রথম ছবিটিতে দেখা গেছে, সিনেমার দুই মূল অভিনেতা ইরফান খান ও অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি ভিন্ন দুই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন ভিন্ন দুই লক্ষ্যে। গভীর বিষাদগ্রস্ত চাহনি দিয়ে গোলশিফতেহ যখন কিছু একটা খুঁজে ফিরছিলেন, তখন ইরফানের চোখে অনিশ্চয়তার মধ্যেও যেন ফুটে উঠতে দেখা গেছে এক ধরনের আশাব্যঞ্জকতা।

ইরফান খানকে সঙ্গে নিয়ে অনুপ সিংয়ের চলচ্চিত্র নির্মাণ এটাই নতুন নয়। এর আগেও ২০১৫ সালে এ দুজন একত্র হয়ে নির্মাণ করেছিলেন কিসসা। যদিও সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকমহলে তেমন কোনো উন্মাদনা চোখে পড়েনি।

তবে যারা সিনেমাটি দেখেছেন, তারা সবাইই ডুবে গেছেন তাতে ফুটিয়ে তোলা ঐন্দ্রজালিক বাস্তবতায়। গল্প উপস্থাপনের ভিন্নতা সিনেমাটিকে পরিণত করেছিল সে বছরের সেরা চলচ্চিত্রগুলোর একটিতে। আর এতে অভিনয় করেই নিজেকে রীতিমতো একজন বৈশ্বিক মানসম্পন্ন অভিনেতা হিসেবেও প্রকাশ করেন ইরফান খান।

দ্য সং অব স্করপিয়ন্সের ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর বিশ্লেষকরা বলছেন, কিসসার মতো গভীরতা খুঁজে পাওয়া যাবে এ সিনেমাতেও। প্রকাশিত এ ছবিতে অবশ্য ইরফানে চেয়েও বেশি গভীরতা ফুটে উঠতে দেখা গেছে ফারাহানির অভিব্যক্তিতে। প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের গ্রামীণ অঞ্চলকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ইরফান খান অভিনয় করেছেন একজন গরু ব্যবসায়ীর ভূমিকায়।

উল্লেখ্য, দ্য সং অব স্করপিয়ন্সের চিত্রায়ণ রাজস্থানেই সম্পন্ন হয়েছে। আসছে মাসে অনুষ্ঠেয় লোকার্নো চলচ্চিত্র উত্সবে এটির বৈশ্বিক প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ষাটের দশকের প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ওয়াহিদা রহমানকে। ভারতে কবে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে, সেটি নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্নহত্যা

‘দ্য সং অব স্করপিয়ন্স’ সিনেমায় নতুন রূপে ইরফান !

আপডেট সময় : ১১:৪৯:৩২ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

অনুপ সিং পরিচালিত ‘দ্য সং অব স্করপিয়ন্স’ ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে।

আর এর প্রথম ছবিটিতে দেখা গেছে, সিনেমার দুই মূল অভিনেতা ইরফান খান ও অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি ভিন্ন দুই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন ভিন্ন দুই লক্ষ্যে। গভীর বিষাদগ্রস্ত চাহনি দিয়ে গোলশিফতেহ যখন কিছু একটা খুঁজে ফিরছিলেন, তখন ইরফানের চোখে অনিশ্চয়তার মধ্যেও যেন ফুটে উঠতে দেখা গেছে এক ধরনের আশাব্যঞ্জকতা।

ইরফান খানকে সঙ্গে নিয়ে অনুপ সিংয়ের চলচ্চিত্র নির্মাণ এটাই নতুন নয়। এর আগেও ২০১৫ সালে এ দুজন একত্র হয়ে নির্মাণ করেছিলেন কিসসা। যদিও সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকমহলে তেমন কোনো উন্মাদনা চোখে পড়েনি।

তবে যারা সিনেমাটি দেখেছেন, তারা সবাইই ডুবে গেছেন তাতে ফুটিয়ে তোলা ঐন্দ্রজালিক বাস্তবতায়। গল্প উপস্থাপনের ভিন্নতা সিনেমাটিকে পরিণত করেছিল সে বছরের সেরা চলচ্চিত্রগুলোর একটিতে। আর এতে অভিনয় করেই নিজেকে রীতিমতো একজন বৈশ্বিক মানসম্পন্ন অভিনেতা হিসেবেও প্রকাশ করেন ইরফান খান।

দ্য সং অব স্করপিয়ন্সের ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর বিশ্লেষকরা বলছেন, কিসসার মতো গভীরতা খুঁজে পাওয়া যাবে এ সিনেমাতেও। প্রকাশিত এ ছবিতে অবশ্য ইরফানে চেয়েও বেশি গভীরতা ফুটে উঠতে দেখা গেছে ফারাহানির অভিব্যক্তিতে। প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের গ্রামীণ অঞ্চলকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ইরফান খান অভিনয় করেছেন একজন গরু ব্যবসায়ীর ভূমিকায়।

উল্লেখ্য, দ্য সং অব স্করপিয়ন্সের চিত্রায়ণ রাজস্থানেই সম্পন্ন হয়েছে। আসছে মাসে অনুষ্ঠেয় লোকার্নো চলচ্চিত্র উত্সবে এটির বৈশ্বিক প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ষাটের দশকের প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ওয়াহিদা রহমানকে। ভারতে কবে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে, সেটি নিয়ে এখনো কিছু জানানো হয়নি।