শিরোনাম :
Logo শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান Logo পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ৬ বছরের শিশু জিদান Logo কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে নোবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ। Logo ড. ইউনূসের নামে দুদকের মামলা বাতিল Logo কৃষিবিদদের বৈষম্য নিরসনে ৫ দফা দাবি প্রদান রাবি শিক্ষার্থীদের Logo বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি Logo শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা Logo জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের Logo জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের Logo ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা, জানা গেল কোন স্তরে কমছে কত

সবজি নয়, এগুলো আসলে ফল !

  • আপডেট সময় : ০৬:৩৩:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমাদের প্রতিদিনের খাদ্য তালিতায় এমন কিছু সবজি আছে যেগুলো আসলে ফল। একটু ব্যাখ্যা করে বললে, উদ্ভিদ জগতে এমন কিছু ফল আছে যেগুলোকে ভুল করে সবজি ভাবা হয়। সাধারণত জৈবিকভাবে কিছু খাদ্যকে ফল হিসেবে শ্রেণিভুক্ত করলেও সেগুলো সবজি হিসেবেই ব্যবহৃত হয়। আর এ কারণেই সৃষ্টি হয় বিভ্রান্তি। তবে আর দেরি না করে চলুন জেনে নেই খাদ্য তালিকার সেই অজানা ফলগুলো সম্পর্কে।

১. কুমড়া
এটি আকারে এতটাই বড় যে একে ফলের মতো দেখায় না। কিন্তু এতেও অন্যান্য ফলের মতোই বীজ আছে। এছাড়া এতে বেশ মিষ্টি স্বাদও রয়েছে যা এটি গাছ থেকে আহরণ করেছে। প্রকৃতপক্ষে কুমড়া হলো এমন ফল যা জনপ্রিয়ভাবে মিষ্টি এবং সুস্বাদু মাফিন তৈরিতে ব্যবহৃত হয়।

২. বেগুন
বেগুন কাটলে আপনি তাতে ভালো করে নজর বুলালে ছোট ছোট বীজ দেখতে পাবেন। এর মাংসে বেশ কিছু বীজ লেপ্টে থাকতে দেখবেন যার ফলে এটি একটি ফল হিসেবেই বিবেচিত হয়, সবজি নয়।

৩. ঢেঁড়শ
এর আরেক নাম ওকরা। এটি এমন একটি ফুলবান গাছ যা তার মূল্যবান কোমল সবুজ এবং ভোজ্য বীজ শুঁটির জন্য বিখ্যাত। কিন্তু রান্নাঘরে ওকরা প্রধানত সবজি হিসেবে ব্যবহৃত হয়। যা অনেক সময় মশলাযুক্ত করে রান্না করা হয় এবং স্যুপ বা সেদ্ধ মাংসের সঙ্গে খাওয়া হয়।

৪. টমেটো
সবচেয়ে বেশি ভুল বুঝা খাদ্যগুলোর একটি টমেটো। টমেটো আসলে একটি ফল। টমেটো গাছের ফুলের ভিত্তিমূলে অবস্থিত ডিম্বাশয় থেকে টমেটো ফল বেড়ে ওঠে। আর এতে গাছটির বীজও থাকে।

৫. সবুজ মটর দানা
দেখতে সবুজ বলেই সেগুলোকে সবজি বলতে হবে এমন কোনো কথা নেই। মটর দানা হলো একটি ছোট গোলাকার বীজ যা মটর নামের একটি শুঁটি ফলের ভেতর আবদ্ধ। যা মটর ফুল থেকে ফলন হয়।

৬. ঘন্টা মরিচ
এটিও আদতে একটি ফল। যেমনটা শসা, সবুজ শীম এবং লাল মরিচও ফল। ঘন্টা মরিচ ক্যাপসিকাম পরিবারের একমাত্র সদস্য যেটি কোনো ক্যাপসিয়াসিন উৎপাদন করে না। যা শরীরে জ্বালাপোড়া তৈরি করে।

৭. জলপাই
ভুমধ্যসাগরীয় খাদ্যাতালিকার মধ্য মনি জলপাইও আসলে একটি ফল। জলপাই গাছের ফুলের ডিম্বাশয় থেকে জলপাই হয়। এতে জলপাই গাছের বীজও থাকে। মূলত, কোনো গাছের পুনরুৎপাদনে সহায়ক বীজধারী অংশকেই ফল বলে।

৮. অ্যাভোকাডো
মাখনসদৃশ অ্যাভোকাডো দেখতেও ফলের মতোই এবং এটি আসলে তাই বটে। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে, এটি একটি একক-বীজের জাম ফলের মতো। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি ও প্রাকৃতিক রিসোর্স মতে এই ফলটি একটি ফুলের পরিপক্ক ডিম্বাশয়ের দিকে ইঙ্গিত করে।

সূত্র: এনডিটিভি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান

সবজি নয়, এগুলো আসলে ফল !

আপডেট সময় : ০৬:৩৩:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

আমাদের প্রতিদিনের খাদ্য তালিতায় এমন কিছু সবজি আছে যেগুলো আসলে ফল। একটু ব্যাখ্যা করে বললে, উদ্ভিদ জগতে এমন কিছু ফল আছে যেগুলোকে ভুল করে সবজি ভাবা হয়। সাধারণত জৈবিকভাবে কিছু খাদ্যকে ফল হিসেবে শ্রেণিভুক্ত করলেও সেগুলো সবজি হিসেবেই ব্যবহৃত হয়। আর এ কারণেই সৃষ্টি হয় বিভ্রান্তি। তবে আর দেরি না করে চলুন জেনে নেই খাদ্য তালিকার সেই অজানা ফলগুলো সম্পর্কে।

১. কুমড়া
এটি আকারে এতটাই বড় যে একে ফলের মতো দেখায় না। কিন্তু এতেও অন্যান্য ফলের মতোই বীজ আছে। এছাড়া এতে বেশ মিষ্টি স্বাদও রয়েছে যা এটি গাছ থেকে আহরণ করেছে। প্রকৃতপক্ষে কুমড়া হলো এমন ফল যা জনপ্রিয়ভাবে মিষ্টি এবং সুস্বাদু মাফিন তৈরিতে ব্যবহৃত হয়।

২. বেগুন
বেগুন কাটলে আপনি তাতে ভালো করে নজর বুলালে ছোট ছোট বীজ দেখতে পাবেন। এর মাংসে বেশ কিছু বীজ লেপ্টে থাকতে দেখবেন যার ফলে এটি একটি ফল হিসেবেই বিবেচিত হয়, সবজি নয়।

৩. ঢেঁড়শ
এর আরেক নাম ওকরা। এটি এমন একটি ফুলবান গাছ যা তার মূল্যবান কোমল সবুজ এবং ভোজ্য বীজ শুঁটির জন্য বিখ্যাত। কিন্তু রান্নাঘরে ওকরা প্রধানত সবজি হিসেবে ব্যবহৃত হয়। যা অনেক সময় মশলাযুক্ত করে রান্না করা হয় এবং স্যুপ বা সেদ্ধ মাংসের সঙ্গে খাওয়া হয়।

৪. টমেটো
সবচেয়ে বেশি ভুল বুঝা খাদ্যগুলোর একটি টমেটো। টমেটো আসলে একটি ফল। টমেটো গাছের ফুলের ভিত্তিমূলে অবস্থিত ডিম্বাশয় থেকে টমেটো ফল বেড়ে ওঠে। আর এতে গাছটির বীজও থাকে।

৫. সবুজ মটর দানা
দেখতে সবুজ বলেই সেগুলোকে সবজি বলতে হবে এমন কোনো কথা নেই। মটর দানা হলো একটি ছোট গোলাকার বীজ যা মটর নামের একটি শুঁটি ফলের ভেতর আবদ্ধ। যা মটর ফুল থেকে ফলন হয়।

৬. ঘন্টা মরিচ
এটিও আদতে একটি ফল। যেমনটা শসা, সবুজ শীম এবং লাল মরিচও ফল। ঘন্টা মরিচ ক্যাপসিকাম পরিবারের একমাত্র সদস্য যেটি কোনো ক্যাপসিয়াসিন উৎপাদন করে না। যা শরীরে জ্বালাপোড়া তৈরি করে।

৭. জলপাই
ভুমধ্যসাগরীয় খাদ্যাতালিকার মধ্য মনি জলপাইও আসলে একটি ফল। জলপাই গাছের ফুলের ডিম্বাশয় থেকে জলপাই হয়। এতে জলপাই গাছের বীজও থাকে। মূলত, কোনো গাছের পুনরুৎপাদনে সহায়ক বীজধারী অংশকেই ফল বলে।

৮. অ্যাভোকাডো
মাখনসদৃশ অ্যাভোকাডো দেখতেও ফলের মতোই এবং এটি আসলে তাই বটে। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে, এটি একটি একক-বীজের জাম ফলের মতো। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি ও প্রাকৃতিক রিসোর্স মতে এই ফলটি একটি ফুলের পরিপক্ক ডিম্বাশয়ের দিকে ইঙ্গিত করে।

সূত্র: এনডিটিভি