শৈলকুপায় পাট জাগ দিতে গিয়ে বজ্রপাতে মাঠেই নিহত ২ কৃষক আহত ১

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪১:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

প্রতিনিধি ঝিনাইদহঃ  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে শুক্রবার সকালে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হন একজন। সকাল ৯টার দিকে মাঠে পাট জাগ দিতে গিয়ে এরা বজ্রপাতে মৃত্যুর শিকার হন। নিহতরা হলেন হরিহরা গ্রামের ইয়াকুব হোসেনের ছেরে রতন মোল্লা ও একই গ্রামের মুনছুর ব্যাপারীর ছেলে ওয়ায়েজ উদ্দীন ব্যাপারী। আহত হন ওয়ায়েজ উদ্দীনের ছেলে আকিদুল ইসলাম। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ আতিকুর রহমান জানান, শুক্রবার সকালে মাঠে পাট জাগ দিতে যান রতন মোল্লা, ওয়ায়েজ উদ্দীন ও আকিদুল ইসলাম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওয়ায়েজ উদ্দীনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নিয়ে আসার পর রতন মোল্লার মৃত্যুঘটে। বজ্রপাতে আহত আকিদুলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও ডাঃ আতিকুর রহমান জানান। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, তিনি বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর শুনেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শৈলকুপায় পাট জাগ দিতে গিয়ে বজ্রপাতে মাঠেই নিহত ২ কৃষক আহত ১

আপডেট সময় : ১১:৪১:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ২১ জুলাই ২০১৭

প্রতিনিধি ঝিনাইদহঃ  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে শুক্রবার সকালে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হন একজন। সকাল ৯টার দিকে মাঠে পাট জাগ দিতে গিয়ে এরা বজ্রপাতে মৃত্যুর শিকার হন। নিহতরা হলেন হরিহরা গ্রামের ইয়াকুব হোসেনের ছেরে রতন মোল্লা ও একই গ্রামের মুনছুর ব্যাপারীর ছেলে ওয়ায়েজ উদ্দীন ব্যাপারী। আহত হন ওয়ায়েজ উদ্দীনের ছেলে আকিদুল ইসলাম। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ আতিকুর রহমান জানান, শুক্রবার সকালে মাঠে পাট জাগ দিতে যান রতন মোল্লা, ওয়ায়েজ উদ্দীন ও আকিদুল ইসলাম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওয়ায়েজ উদ্দীনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নিয়ে আসার পর রতন মোল্লার মৃত্যুঘটে। বজ্রপাতে আহত আকিদুলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও ডাঃ আতিকুর রহমান জানান। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, তিনি বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর শুনেছেন।