শেষ ষোলোয় ফেদেরার-জোকোভিচ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৫:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উইম্বলডনের শেষ ষোলোয় উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। শনিবার সার্ব তারকা জোকোভিচ হারিয়েছেন লাটভিয়ার আর্নেস্ট গুলবিসকে। ব্যবধান ৬-৪, ৬-১, ৭-৬ (৬-২)। ফেদেরার জয় পেয়েছেন জার্মান খেলোয়াড় মিশা জেরেভের বিপক্ষে—৭-৬, ৭-৬ ও ৬-৪-এ। কোয়ার্টার ফাইনালে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনো। ফেদেরার খেলবেন ‘বেবি ফেদেরার’ খ্যাত বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের সঙ্গে।

পুরুষ এককের চতুর্থ রাউন্ডে আরও উঠেছেন ষষ্ঠ বাছাই কানাডার মিলোস রাওনিচ ও চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচ। কষ্টের জয়ে শেষ ষোলোয় উঠেছেন নারী এককের সেরা বাছাই আঞ্জেলিক কেরবার।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৭০তম যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সের বিপক্ষে প্রথম সেট হেরে বসেছিলেন জার্মানির কেরবার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৬, ৭-৬, ৬-৪ গেমে জিতে যান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়।

সোমবার চতুর্থ রাউন্ডে চতুর্দশ বাছাই গার্বিনে মুগুরুসার বিপক্ষে খেলবেন দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কেরবার। এই প্রতিযোগিতার ফাইনালে উঠতে ব্যর্থ হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবেন তিনি।

নারী এককের শেষ ষোলোয় আরও উঠেছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা ও ডেনমার্কের কারোলিনা ওজনিয়াকি। তারা দুজনও প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেষ ষোলোয় ফেদেরার-জোকোভিচ !

আপডেট সময় : ০১:০৫:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

উইম্বলডনের শেষ ষোলোয় উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। শনিবার সার্ব তারকা জোকোভিচ হারিয়েছেন লাটভিয়ার আর্নেস্ট গুলবিসকে। ব্যবধান ৬-৪, ৬-১, ৭-৬ (৬-২)। ফেদেরার জয় পেয়েছেন জার্মান খেলোয়াড় মিশা জেরেভের বিপক্ষে—৭-৬, ৭-৬ ও ৬-৪-এ। কোয়ার্টার ফাইনালে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনো। ফেদেরার খেলবেন ‘বেবি ফেদেরার’ খ্যাত বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের সঙ্গে।

পুরুষ এককের চতুর্থ রাউন্ডে আরও উঠেছেন ষষ্ঠ বাছাই কানাডার মিলোস রাওনিচ ও চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচ। কষ্টের জয়ে শেষ ষোলোয় উঠেছেন নারী এককের সেরা বাছাই আঞ্জেলিক কেরবার।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৭০তম যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সের বিপক্ষে প্রথম সেট হেরে বসেছিলেন জার্মানির কেরবার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৬, ৭-৬, ৬-৪ গেমে জিতে যান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়।

সোমবার চতুর্থ রাউন্ডে চতুর্দশ বাছাই গার্বিনে মুগুরুসার বিপক্ষে খেলবেন দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কেরবার। এই প্রতিযোগিতার ফাইনালে উঠতে ব্যর্থ হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবেন তিনি।

নারী এককের শেষ ষোলোয় আরও উঠেছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা ও ডেনমার্কের কারোলিনা ওজনিয়াকি। তারা দুজনও প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন।