যে কারণে চীনের বছরে ৫ লাখেরও বেশি বৃদ্ধ নিখোঁজ হন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৭:১৭ অপরাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রতি বছর চীনে পাঁচ লাখ বৃদ্ধ নাগরিক নিখোঁজ হয়ে যান। সেই হিসেবে প্রতিদিন নিখোঁজ হন ১৩০০ জন। দেশটির সরকারের জংমিন সোশ্যাল অ্যাসিসট্যান্স ইন্সটিটিউটের নতুন একটি প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। নিখোঁজ হওয়া বৃদ্ধ ব্যক্তিদের ৮০ ভাগের বয়স ৬৫ কিংবা তার ওপরে।

জংমিন সোশ্যাল অ্যাসিসট্যান্স ইন্সটিটিউটের প্রেসিডেন্ট ওয়াং ঝিকুন বলেন, বিশাল সংখ্যক মানুষ প্রতি বছর হারিয়ে যাচ্ছে। এটা এমন তীব্র একটা সামাজিক সমস্যা যেটা আমরা এড়িয়ে যেতে পারি না।

প্রতিবেদনে বলা হয়, যারা হারিয়ে যাচ্ছে তাদের ২৫ ভাগেরই আলঝেইমার কিংবা ডিমেনশিয়া ছিল। ৭২ ভাগ ব্যক্তির স্মৃতিশক্তিতে সমস্যা ছিল। প্রতিবেদনের লেখক জিয়োং গুইবিন বলেন, নিখোঁজ হওয়ার পর খুঁজে পাওয়া ব্যক্তিদের ২৫ ভাগ আবারো হারিয়ে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যে কারণে চীনের বছরে ৫ লাখেরও বেশি বৃদ্ধ নিখোঁজ হন !

আপডেট সময় : ০৬:২৭:১৭ অপরাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

প্রতি বছর চীনে পাঁচ লাখ বৃদ্ধ নাগরিক নিখোঁজ হয়ে যান। সেই হিসেবে প্রতিদিন নিখোঁজ হন ১৩০০ জন। দেশটির সরকারের জংমিন সোশ্যাল অ্যাসিসট্যান্স ইন্সটিটিউটের নতুন একটি প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। নিখোঁজ হওয়া বৃদ্ধ ব্যক্তিদের ৮০ ভাগের বয়স ৬৫ কিংবা তার ওপরে।

জংমিন সোশ্যাল অ্যাসিসট্যান্স ইন্সটিটিউটের প্রেসিডেন্ট ওয়াং ঝিকুন বলেন, বিশাল সংখ্যক মানুষ প্রতি বছর হারিয়ে যাচ্ছে। এটা এমন তীব্র একটা সামাজিক সমস্যা যেটা আমরা এড়িয়ে যেতে পারি না।

প্রতিবেদনে বলা হয়, যারা হারিয়ে যাচ্ছে তাদের ২৫ ভাগেরই আলঝেইমার কিংবা ডিমেনশিয়া ছিল। ৭২ ভাগ ব্যক্তির স্মৃতিশক্তিতে সমস্যা ছিল। প্রতিবেদনের লেখক জিয়োং গুইবিন বলেন, নিখোঁজ হওয়ার পর খুঁজে পাওয়া ব্যক্তিদের ২৫ ভাগ আবারো হারিয়ে যান।