অতিথিদের মুখে মুখে ‘ক্যয়ে হারমোসা’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৪:০১ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘ক্যয়ে হারমোসা’৷ স্প্যানিশ ভাষার যার অর্থ অপরূপ সুন্দরী। হ্যাঁ, রোজারিও’র সিটি সেন্টারে শুক্রবার অ্যান্তোনেলা রোকুজ্জাকে দেখে এই শব্দটাই অতিথিদের মুখে বারে বারে ফিরে ফিরে আসছিল।

মেসির হাত ধরে বিয়ের গাউনে লাল মখমলে কাপড়ের উপর দিয়ে হেঁটে আসছেন আর্জেন্টাইন সুন্দরী। বার্সেলোনার খ্যাতনামা ডিজাইনার রোসা ক্লারার তৈরি পোষাকে অপরূপ সুন্দরী ২৯ এর অ্যান্তোনেলা।

এ দৃশ্য দেখে সত্যিই মন থেকে একটাই প্রশংসা বেড়িয়ে আসে,’ক্যয়ে হারমোসা’। এলএমও কম যান না, কালো সুটে নজর কেড়েছেন ফুটবলের যুবরাজ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অতিথিদের মুখে মুখে ‘ক্যয়ে হারমোসা’ !

আপডেট সময় : ০৬:০৪:০১ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

‘ক্যয়ে হারমোসা’৷ স্প্যানিশ ভাষার যার অর্থ অপরূপ সুন্দরী। হ্যাঁ, রোজারিও’র সিটি সেন্টারে শুক্রবার অ্যান্তোনেলা রোকুজ্জাকে দেখে এই শব্দটাই অতিথিদের মুখে বারে বারে ফিরে ফিরে আসছিল।

মেসির হাত ধরে বিয়ের গাউনে লাল মখমলে কাপড়ের উপর দিয়ে হেঁটে আসছেন আর্জেন্টাইন সুন্দরী। বার্সেলোনার খ্যাতনামা ডিজাইনার রোসা ক্লারার তৈরি পোষাকে অপরূপ সুন্দরী ২৯ এর অ্যান্তোনেলা।

এ দৃশ্য দেখে সত্যিই মন থেকে একটাই প্রশংসা বেড়িয়ে আসে,’ক্যয়ে হারমোসা’। এলএমও কম যান না, কালো সুটে নজর কেড়েছেন ফুটবলের যুবরাজ।