রাজধানীতে পাঁচ অপহরণকারী আটক !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১০:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর এলাকার রায়েরবাজার থেকে অপহরণকারীচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় আরো সাত অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে রায়েরবাজারের বৈশাখি খেলার মাঠ থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময় তিন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. আসিফ, মো. জোবায়ের খান ওরফে পিয়াল, মো. ওয়াহিদ, মো. সিয়াম হক ও ওমর ফারুক সবুজ। এ ছাড়া উদ্ধারকৃতরা হলেন- আরিফ শেখ, সীমান্ত শেখ ও মিরাজ শেখ; সম্পর্কে তারা আপন তিন ভাই।

র‌্যাব জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খেলা শেষে বাসায় ফেরার পথে অপহরণকারীরা তাদের অপহরণ করে। পরে তাদের পরিবারের মোবাইল নাম্বার ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি র‌্যাব-২ কে জানানো হলে মুক্তিপণ দেওয়ার ফাঁদ তৈরি করে বৈশাখি মাঠ থেকে অপহরণকারীদের আটক ও অপহৃতদেরও উদ্ধার করা হয়। তবে ওই সময় অপহরণকারী চক্রের আরো সাত সদস্য পালিয়ে যায়।

র‌্যাব-২ এর এএসপি (মিডিয়া) রবিউল ইসলাম জানান, পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে পাঁচ অপহরণকারী আটক !

আপডেট সময় : ১২:১০:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর এলাকার রায়েরবাজার থেকে অপহরণকারীচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় আরো সাত অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে রায়েরবাজারের বৈশাখি খেলার মাঠ থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময় তিন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. আসিফ, মো. জোবায়ের খান ওরফে পিয়াল, মো. ওয়াহিদ, মো. সিয়াম হক ও ওমর ফারুক সবুজ। এ ছাড়া উদ্ধারকৃতরা হলেন- আরিফ শেখ, সীমান্ত শেখ ও মিরাজ শেখ; সম্পর্কে তারা আপন তিন ভাই।

র‌্যাব জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খেলা শেষে বাসায় ফেরার পথে অপহরণকারীরা তাদের অপহরণ করে। পরে তাদের পরিবারের মোবাইল নাম্বার ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি র‌্যাব-২ কে জানানো হলে মুক্তিপণ দেওয়ার ফাঁদ তৈরি করে বৈশাখি মাঠ থেকে অপহরণকারীদের আটক ও অপহৃতদেরও উদ্ধার করা হয়। তবে ওই সময় অপহরণকারী চক্রের আরো সাত সদস্য পালিয়ে যায়।

র‌্যাব-২ এর এএসপি (মিডিয়া) রবিউল ইসলাম জানান, পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।