বাংলাদেশ সফরটা সহজ হবে না: উসমান খাজা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৯:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর তা দেখে গেছে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। পাশাপাশি সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স। সব মিলিয়ে বাংলাদেশ সফর নিয়ে সচেতন টিম অস্ট্রেলিয়া। একই সঙ্গে, প্রতিকূল কন্ডিশনকেও মাথায় রাখছে স্টিভেন স্মিথের দল।

এ ব্যাপারে বাংলাদেশ সফর নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অসি ব্যাটসম্যান উসমান খাজা বলেন, ঘরের মাটিতে বাংলাদেশ দুর্দান্ত দল। আর তা ছাড়া ওখানকার উইকেট ভারতের মতো। তাই সিরিজটা মোটেও সহজ হচ্ছে না আমাদের জন্য।

এছাড়া কন্ডিশনকে প্রতিদ্বন্দ্বী মনে করে খাজা আরো বলেন, বাংলাদেশ সফরটা সহজ হবে না। কারণ আমরা অনেকদিন ধরে সেখানে খেলি না। ওখানকার কন্ডিশনও ভিন্ন। আর ঘরের মাটিতে বাংলাদেশকে হারানো কঠিন হবে। আশা করছি, সিরিজটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

আগামী ২৭ আগস্ট মিরপুরে প্রথম মুখোমুখি হবে বাংলাদেশের-অস্ট্রেলিয়া। আর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সফরটা সহজ হবে না: উসমান খাজা !

আপডেট সময় : ১১:৩৯:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর তা দেখে গেছে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। পাশাপাশি সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স। সব মিলিয়ে বাংলাদেশ সফর নিয়ে সচেতন টিম অস্ট্রেলিয়া। একই সঙ্গে, প্রতিকূল কন্ডিশনকেও মাথায় রাখছে স্টিভেন স্মিথের দল।

এ ব্যাপারে বাংলাদেশ সফর নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অসি ব্যাটসম্যান উসমান খাজা বলেন, ঘরের মাটিতে বাংলাদেশ দুর্দান্ত দল। আর তা ছাড়া ওখানকার উইকেট ভারতের মতো। তাই সিরিজটা মোটেও সহজ হচ্ছে না আমাদের জন্য।

এছাড়া কন্ডিশনকে প্রতিদ্বন্দ্বী মনে করে খাজা আরো বলেন, বাংলাদেশ সফরটা সহজ হবে না। কারণ আমরা অনেকদিন ধরে সেখানে খেলি না। ওখানকার কন্ডিশনও ভিন্ন। আর ঘরের মাটিতে বাংলাদেশকে হারানো কঠিন হবে। আশা করছি, সিরিজটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

আগামী ২৭ আগস্ট মিরপুরে প্রথম মুখোমুখি হবে বাংলাদেশের-অস্ট্রেলিয়া। আর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি।