সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহা সড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে, এঘটনায় আহত হয়েছে আরো ৯ জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহা সড়কের কোনাবাড়ি এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক জনের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে ৩ জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বুধবার
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ