এ আবার কোন গেইল?

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫৪:২৮ অপরাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মাঠে আর মাঠের বাইরে—ঝড় তিনি দুই জায়গাতেই তোলেন। মাঠে তোলেন ব্যাট হাতে। আর মাঠের বাইরে লাইফ স্টাইল দিয়ে। ভক্তদের সামনে নিজেকে নিত্যনতুন সাজে তুলে ধরতে পছন্দ করেন ক্রিস গেইল। এবারের বড়দিনের আগে আবির্ভূত হয়েছেন নতুন রূপে।

ঝাঁকড়া চুল আর মুখভর্তি কালো দাঁড়ি—অনেক দিন ধরে গেইলকে এই চেহারায় দেখে আসছে বিশ্ব। সেই ঝাঁকড়া চুল আর নেই। কালো দাঁড়ি হয়ে গেছে সাদা। চোখে উঠেছে কালো চশমা। ঠিক যেন গণিতের অধ্যাপক! চেহারা দেখে তাঁকে এখন চেনাই মুশকিল। মনে হতে পারে এ আবার কোন গেইল!
নতুন সাজে ক্রিস গেইল। ছবি: ইনস্টাগ্রামনতুন এই ছবি বড়দিনের আগে নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো এই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এ আবার কোন গেইল?

আপডেট সময় : ০৩:৫৪:২৮ অপরাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

মাঠে আর মাঠের বাইরে—ঝড় তিনি দুই জায়গাতেই তোলেন। মাঠে তোলেন ব্যাট হাতে। আর মাঠের বাইরে লাইফ স্টাইল দিয়ে। ভক্তদের সামনে নিজেকে নিত্যনতুন সাজে তুলে ধরতে পছন্দ করেন ক্রিস গেইল। এবারের বড়দিনের আগে আবির্ভূত হয়েছেন নতুন রূপে।

ঝাঁকড়া চুল আর মুখভর্তি কালো দাঁড়ি—অনেক দিন ধরে গেইলকে এই চেহারায় দেখে আসছে বিশ্ব। সেই ঝাঁকড়া চুল আর নেই। কালো দাঁড়ি হয়ে গেছে সাদা। চোখে উঠেছে কালো চশমা। ঠিক যেন গণিতের অধ্যাপক! চেহারা দেখে তাঁকে এখন চেনাই মুশকিল। মনে হতে পারে এ আবার কোন গেইল!
নতুন সাজে ক্রিস গেইল। ছবি: ইনস্টাগ্রামনতুন এই ছবি বড়দিনের আগে নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো এই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান।