শিরোনাম :
Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী Logo ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের Logo পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত Logo অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি Logo পাকিস্তান জঙ্গিরাষ্ট্র, পাক সেনাপ্রধান লাদেনের মতোই সন্ত্রাসবাদী, বিস্ফোরক প্রাক্তন মার্কিন সেনাকর্তা Logo ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ক ক্যাম্পেইন’ – ল অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি Logo শিক্ষার্থীদের ভাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ Logo জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসদের রুয়া’র নির্বাচন বর্জন Logo মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান, ভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা Logo কাশ্মীরে হামলার পর তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের

চীনকে রুখতে ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ তৈরি করছে ভারত !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৬:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন। সম্প্রতি সবকিছুকে ছাপিয়ে একেবারে সীমান্ত পেরিয়ে ভারতে চক্কর কেটেছে চীনা অ্যাটাক হেলিকপ্টার। যার ফলে ক্রমশ ভারতের উদ্বেগ বাড়ছে। আর তাই এবার চীনের বাড়াবাড়ি রুখতে আরও একটি ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ তৈরি করছে ভারত।

জানা গেছে, চীনের যে কোনও ধরণের হামলা যাতে সহজে রুখে দেওয়া যায় সেজন্যেই নয়া একটি ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ তৈরি করছে ভারত। ভারতীয় সেনার নতুন এই ইউনিটের হেড-কোয়াটার্স হবে পাঠানকোটে। নতুন এই ইউনিটকে এমনভাবে তৈরি করা হচ্ছে তাতে চীনা সেনাকে চোখের পলকে রুখে দিতে পারে তারা।

ভারতীয় সেনার নতুন এই ইউনিটের সেনা সংখ্যা হবে ৯০ হাজার। এই দলকে যুদ্ধের ময়দানে নামাতে প্রায় ৩ মাস সময় লাগবে। ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ নামে নতুন এই বাহিনীতে দুটি নতুন ‘হাই অল্টিচুড ইনফেন্ট্রি ডিভিশন’ থাকবে। এই দুই ডিভিশন সেনা চিনা সীমান্ত সংলগ্ন অরুনাচল ও লাদাখ অঞ্চলে মোতায়েন করা হবে।

ভারতের টেরিটোরিয়াল সেনার সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে সিওয়াচ জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ভারতের তিনটি স্ট্রাইক কোর রয়েছে। এগুলো মূলত সমতলভূমিতে যুদ্ধের উপযোগী। কিন্তু চীনের বিরুদ্ধে পার্বত্য এলাকায় যুদ্ধ করার মতো কোন ‘স্ট্রাইক কোর’ নেই।  আর ১৭ মাউন্টেন স্ট্রাইক কোর তৈরি করা হচ্ছে।

ভারতের প্রথম মাউন্টেন কোর মোতায়েন করা আছে পশ্চিমবঙ্গের পানগড়ে। দ্বিতীয় কোর টিম চীনের সঙ্গে যুদ্ধের জন্যে তৈরি থাকবে পাঠানকোটে। সব মিলিয়ে চীনকে চাপে রাখতে ভারত একেবারে কোমর বেঁধে নামছে বলেই মত সামরিক পর্যবেক্ষকদের।

সূত্র: কলকাতা নিউজ টোয়েন্টিফোর সেভেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী

চীনকে রুখতে ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ তৈরি করছে ভারত !

আপডেট সময় : ১০:৫৬:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন। সম্প্রতি সবকিছুকে ছাপিয়ে একেবারে সীমান্ত পেরিয়ে ভারতে চক্কর কেটেছে চীনা অ্যাটাক হেলিকপ্টার। যার ফলে ক্রমশ ভারতের উদ্বেগ বাড়ছে। আর তাই এবার চীনের বাড়াবাড়ি রুখতে আরও একটি ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ তৈরি করছে ভারত।

জানা গেছে, চীনের যে কোনও ধরণের হামলা যাতে সহজে রুখে দেওয়া যায় সেজন্যেই নয়া একটি ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ তৈরি করছে ভারত। ভারতীয় সেনার নতুন এই ইউনিটের হেড-কোয়াটার্স হবে পাঠানকোটে। নতুন এই ইউনিটকে এমনভাবে তৈরি করা হচ্ছে তাতে চীনা সেনাকে চোখের পলকে রুখে দিতে পারে তারা।

ভারতীয় সেনার নতুন এই ইউনিটের সেনা সংখ্যা হবে ৯০ হাজার। এই দলকে যুদ্ধের ময়দানে নামাতে প্রায় ৩ মাস সময় লাগবে। ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ নামে নতুন এই বাহিনীতে দুটি নতুন ‘হাই অল্টিচুড ইনফেন্ট্রি ডিভিশন’ থাকবে। এই দুই ডিভিশন সেনা চিনা সীমান্ত সংলগ্ন অরুনাচল ও লাদাখ অঞ্চলে মোতায়েন করা হবে।

ভারতের টেরিটোরিয়াল সেনার সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে সিওয়াচ জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ভারতের তিনটি স্ট্রাইক কোর রয়েছে। এগুলো মূলত সমতলভূমিতে যুদ্ধের উপযোগী। কিন্তু চীনের বিরুদ্ধে পার্বত্য এলাকায় যুদ্ধ করার মতো কোন ‘স্ট্রাইক কোর’ নেই।  আর ১৭ মাউন্টেন স্ট্রাইক কোর তৈরি করা হচ্ছে।

ভারতের প্রথম মাউন্টেন কোর মোতায়েন করা আছে পশ্চিমবঙ্গের পানগড়ে। দ্বিতীয় কোর টিম চীনের সঙ্গে যুদ্ধের জন্যে তৈরি থাকবে পাঠানকোটে। সব মিলিয়ে চীনকে চাপে রাখতে ভারত একেবারে কোমর বেঁধে নামছে বলেই মত সামরিক পর্যবেক্ষকদের।

সূত্র: কলকাতা নিউজ টোয়েন্টিফোর সেভেন