বিয়ের পরে স্ত্রীর পদবি গ্রহণ করলেন স্বামী !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৩:২৪ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এ যেন সম্পূর্ন বিপরীত ঘটনা দেখা গেল। ‌ বিয়ের পরে আচমকাই স্ত্রীর পদবি গ্রহণ করলেন স্বামী। ‌ চিরাচরিত প্রথা ভেঙে এবার স্ত্রীর পদবী গ্রহণ করলেন ভারতের মুম্বাইয়ের অভিষেকা মান্ডে। বিয়ের পর স্ত্রী কারমিনের পদবি ভোট–কে গ্রহণ করেছেন তিনি। ফলে তাঁর নাম এখন এখন অভিষেক মান্ডে ভোট।

৪ বছর আগে বিয়ে করেন কারমিন ও অভিষেক। তারপরেই প্রায় নিঃশব্দে অজান্তে নিজের নামের পাশে স্ত্রী কারমিনের পদবীকে জুড়ে দেন। আর এই বিষয়ে অভিষেক জানিয়েছেন, ‘‌কারমিন আমার সঙ্গে থাকবে বলে ও নিজের বাড়ি ছেড়ে এসেছে। আর আমি ওর এই ত্যাগকে সম্মান দেওয়ার জন্য নিজের পদবিটা পাল্টাতে পারব না?‌’‌

কারমিন এবং অভিষেক ভিন্নধর্মের। কারমিন পার্সি আর অভিষেক মারাঠি হিন্দু। অভিষেকের তুলনায় বয়সেও কারমিন বড়, তার রোজগার বেশি। কেউ কেউ অভিষেকের সিদ্ধান্তকে বিদ্রুপ করলেও অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

বিয়ের পরে স্ত্রীর পদবি গ্রহণ করলেন স্বামী !

আপডেট সময় : ১২:৫৩:২৪ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭

নিউজ ডেস্ক:

এ যেন সম্পূর্ন বিপরীত ঘটনা দেখা গেল। ‌ বিয়ের পরে আচমকাই স্ত্রীর পদবি গ্রহণ করলেন স্বামী। ‌ চিরাচরিত প্রথা ভেঙে এবার স্ত্রীর পদবী গ্রহণ করলেন ভারতের মুম্বাইয়ের অভিষেকা মান্ডে। বিয়ের পর স্ত্রী কারমিনের পদবি ভোট–কে গ্রহণ করেছেন তিনি। ফলে তাঁর নাম এখন এখন অভিষেক মান্ডে ভোট।

৪ বছর আগে বিয়ে করেন কারমিন ও অভিষেক। তারপরেই প্রায় নিঃশব্দে অজান্তে নিজের নামের পাশে স্ত্রী কারমিনের পদবীকে জুড়ে দেন। আর এই বিষয়ে অভিষেক জানিয়েছেন, ‘‌কারমিন আমার সঙ্গে থাকবে বলে ও নিজের বাড়ি ছেড়ে এসেছে। আর আমি ওর এই ত্যাগকে সম্মান দেওয়ার জন্য নিজের পদবিটা পাল্টাতে পারব না?‌’‌

কারমিন এবং অভিষেক ভিন্নধর্মের। কারমিন পার্সি আর অভিষেক মারাঠি হিন্দু। অভিষেকের তুলনায় বয়সেও কারমিন বড়, তার রোজগার বেশি। কেউ কেউ অভিষেকের সিদ্ধান্তকে বিদ্রুপ করলেও অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।