নন্দন পার্কে বাহুবলি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এস এস রাজমৌলি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলি-২’ এর নায়কের জন্ম হয়েছে জুওলজিক্যাল পার্কে। আশ্চর্য হবার কিছু নেই! এটি মোটেও মিথ্যা না।

ভারতের উড়িষ্যার নন্দন পার্কে সম্প্রতি জন্ম হয়েছে একটি বাঘ সাবকের। সেখানকার পর্যটকদের অনুরোধে ওই বাচ্চা সাবকের নাম রাখা হয়েছে বাহুবলি। নাম করণের সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যটির বন ও পরিবেশ মন্ত্রী বিজয়শ্রী।

তবে ঘটনা এখানেই শেষ নয়। ওই বাচ্চা সাবক ছাড়াও আরও ছয়টি বাচ্চা জন্ম দিয়েছে মা বাঘ। তাদের নাম দেয়া হয়েছে- কুনদান, আদিশা, সাহিল, ভিকি, সিনু এবং মৌসুমি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নন্দন পার্কে বাহুবলি !

আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭

নিউজ ডেস্ক:

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এস এস রাজমৌলি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলি-২’ এর নায়কের জন্ম হয়েছে জুওলজিক্যাল পার্কে। আশ্চর্য হবার কিছু নেই! এটি মোটেও মিথ্যা না।

ভারতের উড়িষ্যার নন্দন পার্কে সম্প্রতি জন্ম হয়েছে একটি বাঘ সাবকের। সেখানকার পর্যটকদের অনুরোধে ওই বাচ্চা সাবকের নাম রাখা হয়েছে বাহুবলি। নাম করণের সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যটির বন ও পরিবেশ মন্ত্রী বিজয়শ্রী।

তবে ঘটনা এখানেই শেষ নয়। ওই বাচ্চা সাবক ছাড়াও আরও ছয়টি বাচ্চা জন্ম দিয়েছে মা বাঘ। তাদের নাম দেয়া হয়েছে- কুনদান, আদিশা, সাহিল, ভিকি, সিনু এবং মৌসুমি।