শিরোনাম :

২৭০০ বছর আগের ধ্যনমগ্ন যোগীর কঙ্কাল উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উদ্ধার হল এক প্রাচীন যোগীর কঙ্কাল। কঙ্কালটি মিলেছে ভারতের রাজস্থানের বালাথালে। প্রত্নতত্ত্ববিদরা পরীক্ষা করে জেনেছেন যে এই কঙ্কালটি ২৭০০ বছর আগের।

কঙ্কালটি যেরকম অবস্থায় পাওয়া গিয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সময় এই যোগী ধ্যান করছিলেন। যোগীর আঙ্গুল ছিল জ্ঞান মুদ্রায়। অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা জুড়ে ধ্যান করছিলেন তিনি। পদ্মাসনে বসে ধ্যানে মগ্ন ছিলেন যোগী। মনে করা হচ্ছে, বছরের পর বছর ধরে এই যোগী ধ্যানে মগ্ন ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের মানোন্নয়নে হচ্ছে টাস্কফোর্স

২৭০০ বছর আগের ধ্যনমগ্ন যোগীর কঙ্কাল উদ্ধার !

আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭

নিউজ ডেস্ক:

উদ্ধার হল এক প্রাচীন যোগীর কঙ্কাল। কঙ্কালটি মিলেছে ভারতের রাজস্থানের বালাথালে। প্রত্নতত্ত্ববিদরা পরীক্ষা করে জেনেছেন যে এই কঙ্কালটি ২৭০০ বছর আগের।

কঙ্কালটি যেরকম অবস্থায় পাওয়া গিয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সময় এই যোগী ধ্যান করছিলেন। যোগীর আঙ্গুল ছিল জ্ঞান মুদ্রায়। অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা জুড়ে ধ্যান করছিলেন তিনি। পদ্মাসনে বসে ধ্যানে মগ্ন ছিলেন যোগী। মনে করা হচ্ছে, বছরের পর বছর ধরে এই যোগী ধ্যানে মগ্ন ছিলেন।