শিরোনাম :

সেলফি তুলতে থামানো হল চলন্ত ট্রেন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে, চলন্ত রাজধানী এক্সপ্রসকে লাল কাপড় দেখিয়ে থামিয়ে দিল এক কিশোর। না, এখনও অবধি কোনও অস্বাভাবিকতা পাননি তো! ভাবছেন হয়ত, লাইনে ফাটল বা বিরাট কোনও বিপর্যয়কে রুখে দিতেই এই কাজ। না! কারণটা সেলফি তোলা। কী চোখ কপালে উঠে গেছে তো! ভাবছেন কীভবে এটা সম্ভব হল? তাহলে জানুন-

ভারতের দিল্লিগামী শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস যখন উত্তরপ্রদেশের আলিগড় জেলার পোরা রেল স্টেশনের কাছ দিয়ে যাচ্ছে, ঠিক তখনই এক কিশোর হঠাত্‍ করে লাল কাপড় নাড়তে থাকে ট্রেনের সামনে। রাজধানীর চালক বিপদের আশঙ্কায় জরুরি অবস্থায় ব্রেক কষেন। আর তারপরই ওই কিশোরকে দেখা যায় থেমে যাওয়া ট্রেনের সামনে দাড়িয়ে মোবাইল ফোন উঁচিয়ে সেলফি তুলতে। পরিস্থিতি বুঝে উঠতেই ওই যুবককে পাকড়াও করতে চেষ্টা করা হয়। কিন্তু, মুহূর্তের মধ্যেই ছবি তুলে ওই এলাকা থেকে চম্পট দেয় কীর্তিমান। এদিকে রেলের তরফে অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগ নথিবদ্ধ করা হয়েছে।

সূত্র: জিনিউজ টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের মানোন্নয়নে হচ্ছে টাস্কফোর্স

সেলফি তুলতে থামানো হল চলন্ত ট্রেন !

আপডেট সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭

নিউজ ডেস্ক:

অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে, চলন্ত রাজধানী এক্সপ্রসকে লাল কাপড় দেখিয়ে থামিয়ে দিল এক কিশোর। না, এখনও অবধি কোনও অস্বাভাবিকতা পাননি তো! ভাবছেন হয়ত, লাইনে ফাটল বা বিরাট কোনও বিপর্যয়কে রুখে দিতেই এই কাজ। না! কারণটা সেলফি তোলা। কী চোখ কপালে উঠে গেছে তো! ভাবছেন কীভবে এটা সম্ভব হল? তাহলে জানুন-

ভারতের দিল্লিগামী শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস যখন উত্তরপ্রদেশের আলিগড় জেলার পোরা রেল স্টেশনের কাছ দিয়ে যাচ্ছে, ঠিক তখনই এক কিশোর হঠাত্‍ করে লাল কাপড় নাড়তে থাকে ট্রেনের সামনে। রাজধানীর চালক বিপদের আশঙ্কায় জরুরি অবস্থায় ব্রেক কষেন। আর তারপরই ওই কিশোরকে দেখা যায় থেমে যাওয়া ট্রেনের সামনে দাড়িয়ে মোবাইল ফোন উঁচিয়ে সেলফি তুলতে। পরিস্থিতি বুঝে উঠতেই ওই যুবককে পাকড়াও করতে চেষ্টা করা হয়। কিন্তু, মুহূর্তের মধ্যেই ছবি তুলে ওই এলাকা থেকে চম্পট দেয় কীর্তিমান। এদিকে রেলের তরফে অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগ নথিবদ্ধ করা হয়েছে।

সূত্র: জিনিউজ টুয়েন্টিফোর।