শিরোনাম :
Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি Logo শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান

নেইমারদের ছাড়া ‘চাপেকোয়েনশে ম্যাচ !

  • আপডেট সময় : ০৩:৪৪:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৭৬০ বার পড়া হয়েছে

শ্রদ্ধা আর শোকে পুরো ফুটবল বিশ্ব স্মরণ করেছে চাপেকোয়েনশেকে। রোনালদিনহো-রিকুয়েলমের মতো সাবেকরা অবসর ভেঙে ঘোষণা দিয়েছেন চাপেকোয়েনশের হয়ে খেলার।

বার্সেলোনার মতো দলও আগামী বছর হুয়ান গাম্পার ট্রফিতে খেলার আমন্ত্রণ জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটিকে। তবে সবচেয়ে বড় ম্যাচটি হবে ব্রাজিল ও কলম্বিয়ার। কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে ১৯ ফুটবলার হারানো ক্লাবটির পাশে দাঁড়াতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

গতকাল ঠিক হয়েছে এর সময় ও ভেন্যু। ঐতিহাসিক মারাকানার বদলে ম্যাচটি আগামী বছরের ২৫ জানুয়ারি হবে রিও ডি জেনেইরোর এস্তাদিও নিলতন সান্তোসে। বিমান দুর্ঘটনায় নিহত খেলোয়াড়দের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি ক্লাবকেও ১.৫ মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা সিবিএফের। তবে ম্যাচটিতে খেলা হচ্ছে না নেইমার, জেসুস, আলভেস, মার্সেলোসহ ইউরোপে খেলা ব্রাজিলিয়ান তারকাদের। স্থানীয় লিগে খেলা ফুটবলারদের নিয়েই খেলার ঘোষণা দিয়েছে সিবিএফ। ফিফার সূচিতে ম্যাচটি না হওয়ায় ক্লাবগুলো আপত্তি জানাতে পারে খেলোয়াড় ছাড়তে। সেই ঝুঁকিতে না গিয়ে ঘরোয়া ফুটবলারদের ঝালিয়ে নিতে চান ব্রাজিলিয়ান কোচ তিতে, ‘বিশেষ ম্যাচ হতে যাচ্ছে এটা। ঘরোয়া ফুটবলারদের দেখে নেওয়ার সুযোগ পাচ্ছি আমরা, ওরা তো সব সময় সুযোগ পায় না। ’

কোপা সুদামেরিকানার শিরোপা ও ২০ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হয়েছে চাপেকোয়েনশেকে। রূপকথার সমাপ্তি নির্মম মৃত্যুতে হলেও এখন ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের। এই মুহূর্তে নেই ১১ ফুটবলার নিয়ে খেলার একাদশ। তবে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের আয় থেকে বড় অঙ্কের আর্থিক অনুদান সাহায্যই করবে তাদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব

নেইমারদের ছাড়া ‘চাপেকোয়েনশে ম্যাচ !

আপডেট সময় : ০৩:৪৪:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

শ্রদ্ধা আর শোকে পুরো ফুটবল বিশ্ব স্মরণ করেছে চাপেকোয়েনশেকে। রোনালদিনহো-রিকুয়েলমের মতো সাবেকরা অবসর ভেঙে ঘোষণা দিয়েছেন চাপেকোয়েনশের হয়ে খেলার।

বার্সেলোনার মতো দলও আগামী বছর হুয়ান গাম্পার ট্রফিতে খেলার আমন্ত্রণ জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটিকে। তবে সবচেয়ে বড় ম্যাচটি হবে ব্রাজিল ও কলম্বিয়ার। কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে ১৯ ফুটবলার হারানো ক্লাবটির পাশে দাঁড়াতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

গতকাল ঠিক হয়েছে এর সময় ও ভেন্যু। ঐতিহাসিক মারাকানার বদলে ম্যাচটি আগামী বছরের ২৫ জানুয়ারি হবে রিও ডি জেনেইরোর এস্তাদিও নিলতন সান্তোসে। বিমান দুর্ঘটনায় নিহত খেলোয়াড়দের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি ক্লাবকেও ১.৫ মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা সিবিএফের। তবে ম্যাচটিতে খেলা হচ্ছে না নেইমার, জেসুস, আলভেস, মার্সেলোসহ ইউরোপে খেলা ব্রাজিলিয়ান তারকাদের। স্থানীয় লিগে খেলা ফুটবলারদের নিয়েই খেলার ঘোষণা দিয়েছে সিবিএফ। ফিফার সূচিতে ম্যাচটি না হওয়ায় ক্লাবগুলো আপত্তি জানাতে পারে খেলোয়াড় ছাড়তে। সেই ঝুঁকিতে না গিয়ে ঘরোয়া ফুটবলারদের ঝালিয়ে নিতে চান ব্রাজিলিয়ান কোচ তিতে, ‘বিশেষ ম্যাচ হতে যাচ্ছে এটা। ঘরোয়া ফুটবলারদের দেখে নেওয়ার সুযোগ পাচ্ছি আমরা, ওরা তো সব সময় সুযোগ পায় না। ’

কোপা সুদামেরিকানার শিরোপা ও ২০ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হয়েছে চাপেকোয়েনশেকে। রূপকথার সমাপ্তি নির্মম মৃত্যুতে হলেও এখন ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের। এই মুহূর্তে নেই ১১ ফুটবলার নিয়ে খেলার একাদশ। তবে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের আয় থেকে বড় অঙ্কের আর্থিক অনুদান সাহায্যই করবে তাদের।