জেদ্দায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সংস্কৃতি মেলা শুরু !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৫:৩০ অপরাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জেদ্দা বাদশা আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত ২০টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তর্জাতিক ঐতিহ্য ও সংস্কৃতি উৎসব, ২০১৭।

জেদ্দার গভর্ণর যুবরাজ মিশাল বিন মজিদ বিন আব্দুল আজিজের পক্ষে মঙ্গলবার সকালে বাদশা আব্দুল আজিজ ইউনিভার্সিটির ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে এ দুই দিনের মেলার উদ্বোধন করেন  আব্দুল আজিজ ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. আব্দুল্লাহ মুফরিহ আজ জিয়ারী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক প্রফেসর মাজহারুল ইসলাম,প্রফেসর  রেজওয়ান,ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হক সহ বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, শিক্ষকবৃন্দ ও ছাত্ররা।

এ সময় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বলেন, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে এই প্রথম ‘ঐতিহ্যবাহী এই উৎসবে বাংলাদেশের কালচার ও বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও দৃশ্যাবলী বাংলাদেশি ছাত্ররা যে তুলে ধরেছে তা দেখে আমি মুগ্ধ।

মেলায় বাংলাদেশি স্টলে স্থান পেয়েছে বায়তুল মোকাররম, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, সুন্দরবন, বৈশাখী মেলা, রয়েল বেঙ্গল টাইগার, নকশী কাঁথা, রাঙ্গামাটি বেলী ব্রিজ, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, কামার-কুমার ও বিভিন্ন কুটির শিল্প, তাত শিল্প, প্রকৃতি, পর্যটন ও স্থাপনা।

দুই দিনব্যাপী এই মেলার প্রথম দিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা উন্মুক্ত ছিল। দ্বিতীয়দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জানিয়েছে কতৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জেদ্দায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সংস্কৃতি মেলা শুরু !

আপডেট সময় : ১২:৫৫:৩০ অপরাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

জেদ্দা বাদশা আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত ২০টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তর্জাতিক ঐতিহ্য ও সংস্কৃতি উৎসব, ২০১৭।

জেদ্দার গভর্ণর যুবরাজ মিশাল বিন মজিদ বিন আব্দুল আজিজের পক্ষে মঙ্গলবার সকালে বাদশা আব্দুল আজিজ ইউনিভার্সিটির ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে এ দুই দিনের মেলার উদ্বোধন করেন  আব্দুল আজিজ ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. আব্দুল্লাহ মুফরিহ আজ জিয়ারী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক প্রফেসর মাজহারুল ইসলাম,প্রফেসর  রেজওয়ান,ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হক সহ বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, শিক্ষকবৃন্দ ও ছাত্ররা।

এ সময় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বলেন, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে এই প্রথম ‘ঐতিহ্যবাহী এই উৎসবে বাংলাদেশের কালচার ও বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও দৃশ্যাবলী বাংলাদেশি ছাত্ররা যে তুলে ধরেছে তা দেখে আমি মুগ্ধ।

মেলায় বাংলাদেশি স্টলে স্থান পেয়েছে বায়তুল মোকাররম, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, সুন্দরবন, বৈশাখী মেলা, রয়েল বেঙ্গল টাইগার, নকশী কাঁথা, রাঙ্গামাটি বেলী ব্রিজ, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, কামার-কুমার ও বিভিন্ন কুটির শিল্প, তাত শিল্প, প্রকৃতি, পর্যটন ও স্থাপনা।

দুই দিনব্যাপী এই মেলার প্রথম দিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা উন্মুক্ত ছিল। দ্বিতীয়দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জানিয়েছে কতৃপক্ষ।