যে জলপ্রপাতের ভেতরেই জ্বলছে আগুন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৩:৪০ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের জ্বালামুখির কথা তো অনেকেই জানেন। আগুনের শিখা জ্বলে চলেছে যুগের পর যুগ। এবার এমনই একটি অনন্ত আগুনের শিখার সন্ধান পাওয়া গেছে নিউ ইয়র্কে।

নিউ ইয়র্কের চেস্টনাট রিজ কাউন্টি পার্কের এই আগুনের শিখা দেখে আমেরিকান গবেষকদের প্রাথমিক ধারনা ছিল, যে পাহাড়ের গা বেয়ে জলপ্রপাত নামছে সেই প্রাচীন পাথর ভেতরে ভেতরে এতটাই উষ্ণ যে তার থেকে তৈরি হওয়া গ্যাসেই দিনের পর দিন জ্বলছে এই আগুন।

কিন্তু পরে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আরনডট স্কিমেলম্যানের নেতৃত্বে এই ধারণাকে ভুল প্রমাণ করেন। তাদের গবেষণায় দেখা যায় চেস্টনাট রিজ কাউন্টি পার্কের পাথর এতটাও গরম নয় যার থেকে অনন্ত কাল ধরে গ্যাস তৈরি হবে। ওই পাহাড়ের পাথরের উত্তাপে বড় জোর এক কাপ চা বানানো যেতে পারে। তবে এই আগুনের উৎসর কোথায় সেই রহস্য এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি।

জনশ্রুতি রয়েছে, কয়েক হাজার বছর আগে এই আগুনের শিখা জ্বালিয়েছিলেন নেটিভ আমেরিকানরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যে জলপ্রপাতের ভেতরেই জ্বলছে আগুন !

আপডেট সময় : ১২:৩৩:৪০ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতের জ্বালামুখির কথা তো অনেকেই জানেন। আগুনের শিখা জ্বলে চলেছে যুগের পর যুগ। এবার এমনই একটি অনন্ত আগুনের শিখার সন্ধান পাওয়া গেছে নিউ ইয়র্কে।

নিউ ইয়র্কের চেস্টনাট রিজ কাউন্টি পার্কের এই আগুনের শিখা দেখে আমেরিকান গবেষকদের প্রাথমিক ধারনা ছিল, যে পাহাড়ের গা বেয়ে জলপ্রপাত নামছে সেই প্রাচীন পাথর ভেতরে ভেতরে এতটাই উষ্ণ যে তার থেকে তৈরি হওয়া গ্যাসেই দিনের পর দিন জ্বলছে এই আগুন।

কিন্তু পরে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আরনডট স্কিমেলম্যানের নেতৃত্বে এই ধারণাকে ভুল প্রমাণ করেন। তাদের গবেষণায় দেখা যায় চেস্টনাট রিজ কাউন্টি পার্কের পাথর এতটাও গরম নয় যার থেকে অনন্ত কাল ধরে গ্যাস তৈরি হবে। ওই পাহাড়ের পাথরের উত্তাপে বড় জোর এক কাপ চা বানানো যেতে পারে। তবে এই আগুনের উৎসর কোথায় সেই রহস্য এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি।

জনশ্রুতি রয়েছে, কয়েক হাজার বছর আগে এই আগুনের শিখা জ্বালিয়েছিলেন নেটিভ আমেরিকানরা।