বিশ্বের অন্যতম সরু যেসব বাড়ি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩২:২৩ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কথায় বলে মলাট দিয়ে বইয়ের গুণাগুণ বিচার করতে নেই। জাপানে এলে এই প্রবাদের একেবারে হাতে গরম উদাহরণ মিলবে। একটি ছোট নদীর গা ঘেঁষে তৈরি এ বাড়িটি দেখলে প্রথমেই যে প্রশ্নটা মনে আসে, কোনও মানুষ কীভাবে এ বাড়িতে থাকতে পারে? বাড়িটি বিশ্বের অন্যতম সরু বাড়ির তকমা পেয়েছে। একবার ঢুঁ মেরে দেখুন বাড়ির অন্দরে-

মিজুইশি আর্কিটেক্টস এ বাড়িটি তৈরি করেছে। তারাই নিলামে তোলে এ বাড়ি।

তবে বাড়িটি ঠিক কত দামে এবং কারা কিনেছিল তা জানাতে চায়নি ক্রেতা বা বিক্রেতা দুজনেই।

নদী এবং রাস্তার মাঝখানে তৈরি এই বাড়ির সর্বাধিক প্রস্থ মাত্র ৮ ফুট।

মোট ৫৯৪ বর্গফুটের প্রায় ত্রিভুজাকৃতি এ বাড়িটি দোতলা।

এক তলায় রয়েছে বেডরুম, দোতলায় রান্নাঘর, লিভিং রুম।

দেড় তলায় একটি ছোট প্লেরুমও রয়েছে। সেখানে ওঠার জন্য একটি ছোট মইয়ের ব্যবস্থা রয়েছে।

বাড়ির ভেতরের সব দেওয়ালে সাদা রং করা হয়েছে। এর ফলে আলোর কোনও অভাব নেই বাড়িতে। সাদা রং বাড়িটিকে আরও বড় দেখায়।

তিন কোণা বাড়িটির ইন্টিরিয়ার ডিজাইন এমনভাবে করা হয়েছে, যাতে ফাঁকা জায়গার সর্বাধিক ব্যবহার করা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্বের অন্যতম সরু যেসব বাড়ি !

আপডেট সময় : ১২:৩২:২৩ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

কথায় বলে মলাট দিয়ে বইয়ের গুণাগুণ বিচার করতে নেই। জাপানে এলে এই প্রবাদের একেবারে হাতে গরম উদাহরণ মিলবে। একটি ছোট নদীর গা ঘেঁষে তৈরি এ বাড়িটি দেখলে প্রথমেই যে প্রশ্নটা মনে আসে, কোনও মানুষ কীভাবে এ বাড়িতে থাকতে পারে? বাড়িটি বিশ্বের অন্যতম সরু বাড়ির তকমা পেয়েছে। একবার ঢুঁ মেরে দেখুন বাড়ির অন্দরে-

মিজুইশি আর্কিটেক্টস এ বাড়িটি তৈরি করেছে। তারাই নিলামে তোলে এ বাড়ি।

তবে বাড়িটি ঠিক কত দামে এবং কারা কিনেছিল তা জানাতে চায়নি ক্রেতা বা বিক্রেতা দুজনেই।

নদী এবং রাস্তার মাঝখানে তৈরি এই বাড়ির সর্বাধিক প্রস্থ মাত্র ৮ ফুট।

মোট ৫৯৪ বর্গফুটের প্রায় ত্রিভুজাকৃতি এ বাড়িটি দোতলা।

এক তলায় রয়েছে বেডরুম, দোতলায় রান্নাঘর, লিভিং রুম।

দেড় তলায় একটি ছোট প্লেরুমও রয়েছে। সেখানে ওঠার জন্য একটি ছোট মইয়ের ব্যবস্থা রয়েছে।

বাড়ির ভেতরের সব দেওয়ালে সাদা রং করা হয়েছে। এর ফলে আলোর কোনও অভাব নেই বাড়িতে। সাদা রং বাড়িটিকে আরও বড় দেখায়।

তিন কোণা বাড়িটির ইন্টিরিয়ার ডিজাইন এমনভাবে করা হয়েছে, যাতে ফাঁকা জায়গার সর্বাধিক ব্যবহার করা যায়।