চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ ১০৫ বছর পূর্তি উপলক্ষে কহলথুড়ি ফুটবল একাডেমীর কচুয়ার আয়োজনে লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান উদ্বোধক ছিলেন, বিআরবি কেবলস এর সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম রনি। উদ্বোধনী খেলায় ইসলামপুর স্পোটিং ক্লাব ও উঘারিয়া অষ্টগ্রাম স্পোটিং ক্লাবে অংশগ্রহন করে অষ্টগ্রাম স্পোটিং ক্লাব বিজয়ী হয়।
উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিব উন নবী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান, সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী,বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম প্রধানিয়া,উপজেলা যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাসেল,তোফাজ্জল হোসেন মুকুল,উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাকির মোল্লা,সমাজসেবক দিদার আলম,শিক্ষক আমান উল্যাহ মাষ্টার,কহলথুড়ি আদর্শ সমাজ কল্যান সংঘের সভাপতি কামাল হোসেন মজুমদার, সাবেক সভাপতি মফিজুল ইসলাম বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ,সমাজসেবক হাফিজুর রহমান,ইসমাইল হোসেন,হাজী জাহাঙ্গীর প্রমুখ।
এসময় খেলাটি পরিচালনর দায়িত্বে ছিলেন, আবু সুফিয়ান, শুভ, নাহিদুল ইসলাম, আরমান হোসেন, নুর হোসে এবং খেলাটি সার্বিক তত্ত্ববধানে ছিলেন, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন,শাহজালাল ও সাইফুল ইসলাম রিয়াজ। এসময় কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক ফুটবল খেলাটি উপভোগ করেন।
ছবি: কহলথুড়ি ফুটবল একাডেমীর কচুয়ার আয়োজনে ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।