চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষার অনন্য প্রতিষ্ঠান বধুন্ডা জামালিয়া একাডেমীতে অভিভাবক সমাবেশ,ফলাফল প্রকাশ ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথমে কুরআন তেলওয়াতের মাধ্যমে আরম্ভ করা হয়।
বধুন্ডা জামালিয়া একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা ফয়েজ উল্যাহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শহীদ ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন প্রধান,আলমগীর হোসেন প্রধান,সাইফুল ইসলাম ও সাংবাদিক বিল্লাল মাসুম সহ আরো অনেকে। এসময় সাংবাদিক মাসুদ রানা,একাডেমীর শিক্ষক রীপা আক্তার,লিমা আক্তার,আয়েশা আক্তার,মুক্তা আক্তার ও আরিফা আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, ২০১০ সালে বধুন্ডা জামালিয়া একাডেমী প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শহীদ ভূঁইয়া। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে। বর্তমানে শতাধিক শিক্ষার্থী এ একাডেমীতে পড়াশুনা করেন এবং একদল তরুন দক্ষ শিক্ষক দ্বারা নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। ভবিষ্যতেও উপজেলা কিংবা জেলার বিভিন্ন পর্যায়ে বধুন্ডা জামালিয়া একাডেমী ভালো ফলাফল ও সুনাম অর্জন করবে বলে জানান একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শহীদ ভূঁইয়া।
ছবি: কচুয়ার বধুন্ডা জামালিয়া একাডেমীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।