সৃজনশীলতা রুপধারা রংঙের চারু সামাজিক সংস্থা ” এসো রং তুলি নিয়ে ছবি আঁকি আপন ভুবনে ” শিশু ও কিশোরদের আর্ট ক্যাম্প – ২০২৫, শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় পুরান বাজার ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট মোঃ শোয়েব। দিনব্যাপী আর্ট ক্যাম্পের প্রশিক্ষক ছিলেন নর্থ ক্যানভাস বাংলাদেশের সভাপতি ও পরিচালক আহসান আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যক্ষ চিত্রশিল্পী অজিত দত্ত, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ মমিন বেপারী ও মতলব উত্তর উপজেলার পাঠান বাজার আবিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন।
সৃজনশীলতা রুপধারা রংঙের চারু সামাজিক সংস্থার আহবায়ক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী হাসান হাবীব ধ্রুব এর সার্বিক পরিচালনায় পুরান বাজার ডিগ্রি কলেজের উম্মুক্ত মাঠ ও কলেজ ঘেঁষে ডাকাতিয়া নদীর পাড়ে ২৫ জন শিশু ও কিশোরদের নিয়ে দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারী শিশু ও কিশোরদের অভিজ্ঞান পত্র তুলে দেন প্রশিক্ষক নর্থ ক্যানভাস বাংলাদেশের সভাপতি ও পরিচালক আহসান আহমেদ।