কয়েক বছর আগে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন মাহবুব আলম হিমেল। শরীরের ৮০ শতাংশ অকোজো হওয়ায় শারীরিক ভাবে প্রতিবন্ধী হন তিনি। হুইল চেয়ারে বসে প্রতিনিয়ত চলাফেরা করেন তিনি। করেছেন ডিগ্রি পাস। তবে ইচ্ছা শক্তির প্রবল আগ্রহের কারনে নিজেকে আত্মনির্ভরশীল করতে চান তিনি। নিজের উদ্যমে কাজ করে সফলতা অর্জন করতে চান । বর্তমানে কয়েক জোড়া কবুতর পালন করছেন, আয় করছেন সামান্য কিছু টাকা। এভাবে জীবন সংগ্রামে ঠিকে আছেন তিনি। বলছি চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী মাহবুব আলম হিমেলের কথা।
হুইল চেয়ারে বসে প্রতিদিন সখের কবুতর গুলোকে এভাবে খাবার দেন সে, তবে এক সময়ে তিনি অনেক কবুতর পালন করতেন। অর্থ সংকটে থাকায় এখন তেমন একটা কবুতর পালন করতে পারেনি। তবু হাল ছাড়েনি হিমেল। নিজের সাধ্য ও সামর্থের মধ্যে নিজেকে সফলতার স্বপ্ন দেখছেন।
জানা যায়, শ্রীরামপুর গ্রামের গাজী বাড়ির অধিবাসী গাজী জাফর আলীর ছেলে মাহবুব আলম প্রতিবন্ধকতা নিয়েও পড়াশুনা করে ডিগ্রি পাস করেন। তিন ভাই ও এক বোন রয়েছে তার। পরিবারের বড় সন্তান হিসেবে তার স্বপ্ন একটি চাকরি, তবে চাকরি না পেলে আত্মনির্ভরশীল হতে চান। পরিবারের বড় সন্তান হিসেবে নিজেকে উজাড় করে দিতে চান তিনি। কিন্তু দূর্ঘটনায় তার স্বপ্ন এখন শেষ হয়ে যায়। তবুও সকলের সহযোগিতায় নিজেকে আত্মনির্ভরশীল হতে চান। তাই তার স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
শারীরিক প্রতিবন্ধী মাহবুব আলম হিমেল জানান, অষ্টম শ্রেনীতে পড়া অবস্থায় গাছ থেকে পড়ে মারত্মাক ভাবে আহত হয়ে এখন হুইল চেয়ারে চলাফেরা করছি। তবে সিআরপি আমাকে পূর্নবাসন করে দেয়ায় এখনো হুইল চেয়ার করে চলাফেরা করতেছি। আমার স্বপ্ন চাকরি করার। চাকরি না পেলে নিজেকে কঠিন পরিশ্রম করে আত্মনির্ভারশীল হবো। তাই নিজে বাড়ির আঙ্গিনায় এখন কবুতর পালন করছি। ভবিষ্যতেও আরো ভালো কিছু করব, তাই সকলের সহযোগিতা কামনা করছি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাওকতা হোসেন সুমন বলেন, কবুতর পালন একটি শখের বিষয় হলেও তা বর্তমানে বেশ লাভজনক। আত্ম প্রত্যয় থাকলে কখনো মানুষ পিছিয়ে থাকে না। হিমলে নামের এক ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী হলেও নিজেকে কখনো অজুহাত করেনি বরং সে ক্ষমতা বানিয়েছেন। তবে তার এমন উদ্যমী কারনে অনেকের মাঝে অনুপ্রেরনা হয় এবং শারীরিক বাধা উপেক্ষা করে নিজেকে আত্মনির্ভরশীল হওয়ায় তার সফলতা কামনা করছি। তার দেখাদেখি অনেকে কবুতর পালন করতে আগ্রহী হলে পরামর্শসহ সব ধরনের সহায়তা করা হবে বলে জানান তিনি।